নিজস্ব সংবাদদাতা,মালদহঃ
বাঁশবাগান থেকে প্রায় ৬০ টি তাজা বোমা উদ্ধারের ঘটনায় তীব্র আতঙ্ক ছড়াল এলাকায়।মালদা জেলার বৈষ্ঞবনগর থানার সাহাবানচক পঞ্চায়েতের মালতিপুর এলাকায় উদ্ধার হয় বোমাগুলি। সঙ্গে উদ্ধার হয়েছে এক বস্তা পোস্ত খোসা। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত এলাকায় তল্লাশি চালিয়ে পুলিশ বোমাগুলি উদ্ধার করে। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।
গোপন সুত্রে খবর পেয়ে বুধবার গভীর রাতে বৈষ্ঞবনগর থানার পুলিশ হানা দেয় সাহাবানচক পঞ্চায়েতের মালতিপুর গ্রামের পাশে একটি বাঁশ বাগানে। সেখানে তল্লাশি চালিয়ে পুলিশ উদ্ধার করে প্রায় পাঁচটি ব্যাগ একটি জার ও একটি মোটরবাইকের বাক্স ভর্তি তাজা বোমা।বৃহস্পতিবার সকাল পর্যন্ত তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে বোমাগুলি। পুলিশ সুত্রে জানা গিয়েছে এদিন উদ্ধার হয়েছে দড়ি ও সকেট বোমা। সব মিলিয়ে প্রায় ৬০ টি বোমা উদ্ধার হয়েছে।
পাশাপাশি ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে প্রায় এক বস্তা পোস্ত খোসা।খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীন) দীপক সরকার ডেপুটি পুলিশ সুপার (ট্রাফিক) শুভতোষ বিশ্বাস , বৈষ্ঞবনগর থানার আইসি সঞ্জয় বিশ্বাস সহ এক বিশাল পুলিশ বাহিনী। বোমস্কায়াড ,দমকল ও পুলিশের যৌথ উদ্যোগে নিষ্কৃয় করা হয় বোমাগুলি। পুলিশের প্রাথমিক অনুমান এলাকায় সন্ত্রাস চালানোর উদ্দেশ্য দুষ্কৃতিরা বোমাগুলি মজুত করে রেখেছিল। তবে ঘটনার তদন্তে নেমেছে বৈষ্ঞবনগর থানার পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584