নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
দুটি পূর্ণবয়স্ক বিশালায়তনের জোড়া গোসাপ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল বেলদা স্টেশন এলাকায়।পাচারের উদ্দেশ্য নাকি অনগ্রসর জাতির খাদ্যদ্রব্যের জন্য আনা হয়ে ছিল তা নিয়ে সন্দেহে বনদপ্তর।বুধবার সকাল ছটা নাগাদ বেলদা স্টেশনের একপাশে গোসাপ দেখতে পায় এলাকাবাসী।মনে করা হচ্ছে কোনো এক ট্রেনে করে বেলদা আনা হয়েছিল দুটি গোসাপ কে।
কিন্তু সেটি হস্তান্তর না হওয়ায় আগে এলাকাবাসীর কাছে হাতেনাতে ধরা পড়ে যায় ।ঘটনার কথা বুঝতে পেরে পাচারকারীরা স্টেশনের প্লাটফর্মে গোসাপ গুলিকে রেখে পালিয়ে যায়।বনদপ্তর খবর পেয়ে ঘটনাস্থল থেকে ৪০ কিলো ওজনের দুটি গোসাপ কে উদ্ধার করে ।বেলদা বনদপ্তরের বনকর্মী কিংকর চন্দ বলেন-“আমরা খবর পেয়ে বেলদা স্টেশন থেকে দুটি ৪০ কিলো ওজনের গোসাপ উদ্ধার করি।
সম্ভবত ওইগুলি নারায়ণগড় ব্লকে এর কোনো একটা অঞ্চলে পাচারের জন্য নিয়ে যাওয়া হয়েছিল।মনে করা হচ্ছে শবর জনজাতির লোকেরা এগুলি খেয়ে থাকে পাচারের উদ্দেশ্যে কিংবা তাদের খাবার জন্য এগুলো কি নিয়ে আসা হয়েছিল।জানাজানি হতে ওগুলি স্টেশনে রেখে পালিয়ে যায় পাচারকারীরা।তাদের বিরুদ্ধে খোঁজখবর শুরু হয়েছে ধরা পড়লে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584