নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
লকডাউনের মধ্যেও লোকালয় থেকে উদ্ধার হল খাঁচা বন্দি একটি স্ত্রী চিতা বাঘ। আবারও আলিপুরদুয়ার জেলার মাদারিহাট-বীরপাড়া ব্লকের গেরগেন্ডা চা বাগানে বন দফতরের পাঁতা খাঁচায় বন্দি হল একটি প্রাপ্ত বয়স্ক চিতা বাঘ।
জানা যায়, বুধবার সকালে শ্রমিকরা খাঁচা বন্দি চিতাটিকে দেখতে পেয়ে বন দফতরকে খবর দেয়। ঘটনার খবর পাওয়া মাত্রই লঙ্কা পাড়ার রেঞ্জের বন কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে খাঁচা বন্দি চিতাটিকে উদ্ধার করে।
আরও পড়ুনঃ লকডাউনে দুঃস্থদের পাশাপাশি পথ পশুদের খাবার দান প্রশাসনের
তবে লঙ্কা পাড়ার রেঞ্জ সূত্রে খবর, গেরগেন্ডা চা বাগানের ১৬ নং সেকশনের খাঁচায় চিতাটি বন্দি হয়। স্ত্রী চিতার বয়স ৭ থেকে ৮ বছর হবে। বর্তমানে চিতাবাঘটিকে দক্ষিণ খয়েরবাড়ি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রের পাঠানো হয়েছে। অপর দিকে সামাজিক দূরত্ব বজায় না রেখে চিতাটিকে দেখতে ভিড় জমায় উৎসুক শ্রমিকরা ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584