রিচা দত্ত, মুর্শিদাবাদঃ
টানা ছয় দিন নিখোঁজ থাকার পর গৃহবধূর মৃতদেহ উদ্ধার। শুক্রবার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের ফরাক্কা থানার নিশিন্দ্রা গ্রামে।
জানা গিয়েছে, মৃত ওই মহিলার নাম শিল্পী মন্ডল। তার বাবার বাড়ি মালদা জেলার চমাগ্রাম এলাকায়। চলতি বছরের ফ্রেব্রুয়ারী মাসের চার তারিখে শিল্পীর ফরাক্কার নিশিন্দ্রা গ্রামের রতন মন্ডলের সঙ্গে বিয়ে হয়। এরপর বৃহস্পতিবার রাতে গঙ্গার পাড়ে একটি মৃতদেহ দেখতে পান স্থানীয়রা।
আরও পড়ুনঃ নকশালবাড়িতে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য
দেখা মাত্রই তরিঘরি খবর দেওয়া হয় স্থানীয় ফরাক্কা থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে ফরাক্কা থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে। গঙ্গার পাড় থেকে মৃতদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন শিল্পী মন্ডলের পরিবার। এরপর তারা মৃতদেহটিকে শিল্পী মন্ডল বলে শনাক্ত করেন।
এ প্রসঙ্গে, মৃতার বাবা প্রদীপ মন্ডল জানান, “গত শনিবার আমার মেয়ে নিখোঁজ হয়ে গেছে বলে শিল্পীর শ্বশুর বাড়ির লোকজন জানায়। এরপর আমরা ফরাক্কা থানায় মেয়ের নামে নিখোঁজ ডায়েরি করি”। এমনকি শিল্পীর শ্বশুর বাড়ির লোকজনই তার মেয়েকে মেরে ফেলেছে বলে অভিযোগ পরিবারের।
পাশাপাশি তিনি আরও বলেন, “শিল্পীর বিয়েতে জামাইকে দুই লক্ষ টাকা ও সোনার গহনা দিয়েছি। কিন্তু বিয়ের পর থেকেই ওরা আমার মেয়ের উপর শারীরিক ও মানসিকভাবে অত্যাচার করত। প্রায়ই আমার মেয়েকে শ্বশুর বাড়ি থেকে চলে যাওয়ার জন্য চাপ সৃষ্টি করা হত।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584