রিচা দত্ত, মুর্শিদাবাদঃ
নিখোঁজ থাকার ১৭ দিন পর গৃহবধূর পচাগলা দেহ উদ্ধার ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল মুর্শিদাবাদ জেলার খড়্গ্রাম থানার জয়পুর। বিক্ষুব্ধ মানুষ পর পর দুটি গাড়িতে ব্যাপক ভাঙ্গচুর করে।
ঘটনার জেরে তিন জনকে আটক করেছে পুলিশ। অশান্তি এড়াতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। ৭ ফেব্রুয়ারী খড়্গ্রাম থানার কোরবাননগরের সেরিনা বিবি নিখোঁজ হয়।
আরও পড়ুনঃ বিধাননগরে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা, আহত বাইক আরোহী
৮ই ফেব্রুয়ারী খড়্গ্রাম থানায় ওই গৃহবধূর পরিবারের লোকজন সেরিনার স্বামী কবির সেখ ও তার দ্বিতীয় পক্ষের স্ত্রী সম্মানী বিবি সহ পরিবারের পাঁচজনের নামে মেয়েকে গুম করে দেওয়ার অভিযোগ দায়ের করে।
সেরিনার স্বামী কবির সেখ সম্প্রতি সম্মানী বিবিকে বিয়ে করার পর থেকেই পরিবারে অশান্তি চরমে উঠেছিল। ফলে তাকে খুন করা হতে পারে এমনটাও পুলিশকে জানানো হয়েছিল বলে দাবি মৃতের বাবার পরিবারের লোকজনের।
এদিন কোরবাননগরের অদূরে জয়পুর গ্রামের মাঠ থেকে দুর্গন্ধ উঠতে দেখে গ্রামের মানুষ পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে মাটি খুঁড়ে এক মহিলার পচাগলা দেহ উদ্ধার করে। সেরিনার পরিবারের লোকজন দেহ সনাক্ত করার পর ক্ষোভে ফেটে পরে।
পুলিশি নিস্কৃয়তার অভিযোগ তুলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয় মানুষজন। বিক্ষোভ চরমে উঠলে ভাঙ্গচুর চালানো হয় পুলিশের গাড়িতে। পরে কান্দি এসডিপিও জশপ্রীত সিংহের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী গিয়ে দেহ উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়।
পরবর্তী অশান্তি এড়াতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এলাকায়। ঘটনাস্থল পরিদর্শন করতে আসেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584