নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
রাজ্যে একে করোনার কামড়ের জেরে লকডাউনে অতিষ্ট রাজ্যবাসী, আবার তার মধ্যেই সাপের উপদ্রব শুরু হয়েছে রায়গঞ্জে। জানা যায় রায়গঞ্জের ১৩ নম্বর কমলাবাড়ী গ্রাম পঞ্চায়েতের পিরকুশু গ্রামের বাসিন্দা বিশ্বনাথ বর্মন।
সোমবার ওই ব্যক্তির বাড়িতে ধানের গোলায় প্রায় সাড়ে পাঁচ ফুট লম্বা একটি সাপ দেখতে পাওয়া যায়। দেখা মাত্রই তড়িঘড়ি অ্যানিমালস এনজিওতে খবর দেন বিশ্বনাথ বাবু। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় উত্তর দিনাজপুর পিপল ফর অ্যানিমালস নামে রায়গঞ্জের একটি পশুপ্রেমী সংস্থার সদস্যরা।
আরও পড়ুনঃ সাপের কামড়ে মৃত্যু মহিলার
এরপর সাপটি উদ্ধার করেন ওই পশুপ্রেমী সংগঠনের সদস্য এবং রায়গঞ্জ বিশ্ব বিদ্যালয়ের জীববিদ্যা বিভাগের তৃতীয় বর্ষের এক ছাত্র। অন্যদিকে এদিন রায়গঞ্জের কলেজ পাড়াতেও এক ব্যক্তির বাড়ি থেকে একটি বেত আঁচড়া সাপ উদ্ধার করা হয়। এদিন দুটি সাপকেই কুলিকের বনাঞ্চলে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এই ভাবে সাপ উদ্ধারের ঘটনায় যথেষ্ট আতংক ছড়িয়েছে এলাকায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584