রায়গঞ্জে ধৃত ছয় ব্যক্তির কাছ থেকে উদ্ধার ২৩টি এটিএম কার্ড

0
44

পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ

রায়গঞ্জ শহরে টহলদারির সময় বৃহস্পতিবার রাতে সুভাষগঞ্জ এলাকায় সন্দেহজনকভাবে একটি গাড়ি থেকে ছয়জনকে আটক করে রায়গঞ্জ থানার পুলিশ।

rescued ATM cards from arrested people 2 | newsfront.co
উদ্ধার হওয়া অস্ত্র মোবাইল এটিএম কার্ড।নিজস্ব চিত্র

আটক ছয় ব্যক্তির কাছ থেকে উদ্ধার করা হয় তেইশটি এটিএমকার্ড, দুটি মোবাইল ছুরি চাকু ছিনতাই করার নানান সরঞ্জাম ছাড়াও একটি টাটা সুমো গাড়ি ও একটি মোটর বাইক উদ্ধার করে পুলিশ।

rescued car | newsfront.co
উদ্ধার হওয়া গাড়ি।নিজস্ব চিত্র
rescued bike | newsfront.co
উদ্ধার হওয়া বাইক।নিজস্ব চিত্র

ধৃতদের প্রত্যকের বাড়ি রায়গঞ্জ থানার বিভিন্ন এলাকায়। ধৃতদের আজ রায়গঞ্জ আদালতে তোলা হয়েছে।

arrested six | newsfront.co
ধৃতরা।নিজস্ব চিত্র

পুলিশ সুত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে প্রতিদিনের মত শহরে টহল দিচ্ছিল রায়গঞ্জ থানার পুলিশ। সেই সময় সুভাসগঞ্জ এলাকায় ব্রিজের উপর একটি টাটা সুমো গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখে সন্দেহ হয় পুলিশের। গাড়ির ভেতর থাকা ছয় ব্যক্তি কে পুলিশ জিজ্ঞাসাবাদ করলে তারা অসংলগ্ন কথাবার্তা বলায় তাদের আটক করে রায়গঞ্জ থানায় নিয়ে আসে। এদের জিজ্ঞাসাবাদ করে প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে এরা ছিনতাই চুরি ডাকাতি সঙ্গে যুক্ত।

পুলিশের অনুমান কোন ডাকাতির উদ্দেশ্যে এরা জড়ো হয়েছিল সুভাষগঞ্জ এলাকায়। ধৃতদের এদিন রায়গঞ্জ আদালতে তোলা হয়েছে।

আরও পড়ুনঃ বিধাননগরে উদ্ধার ৫ লক্ষ টাকার ভুটানি মদ,গ্রেফতার ২

পুলিশ ধৃত ছয় ব্যক্তির পাঁচদিনের পুলিশি হেফাজত চেয়ে আদালতে আবেদন করে। আদালত চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। ঘটনা তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here