নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
রক্তাক্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড় থানার ঢেঙ্গাদহ গ্রামে।পরিবার সূত্রে জানা যায়, মৃতের নাম খোকন মান্ডি (৩৭)।
গতকাল রাত্রিতে নিজের বাড়িতে ঘুমাচ্ছিলেন খোকন। রাতে কে বা কারা ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে। মৃতের আত্মীয় সায়ন মুর্মু, জানান রাতে খোকনকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে গিয়ে দেখি মৃত্যু হয়েছে।
মৃতের কাকিমা সীতা মান্ডি জানান বৌমা কাঁদতে কাঁদতে আমাদের রাত্রে বেলা ডাকতে আসে আমরা ছুটে গিয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি, কি করে মারা গেলো বুঝতে পারছিনা।
আরও পড়ুনঃ শিক্ষক দিবসে শিক্ষকের দ্বারা প্রহৃত পড়ুয়া
পুলিশের অনুমান খোকনের মাথায় ভারী ধারালো অস্ত্র বা ওই জাতীয় কিছু অস্ত্র দিয়ে আঘাত করে তাকে খুন করা হয়েছে। বিবাহ বহির্ভুত সম্পর্কের জেরে খুন বলে পুলিশের প্রাথমিক অনুমান।
গোয়ালতোড় থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তর জন্য পাঠিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584