একমাস পরে অপহৃত তনুশ্রীর রক্তাক্ত দেহ উদ্ধার

0
476

মনিরুল হক,কোচবিহারঃ

প্রেম করে প্রেমিকা পাচারের অভিযোগে গ্রেপ্তার প্রেমিক সহ তিন যুবক৷ অভিযোগ, গত ৫ জুন তনুশ্রী বিশ্বাস নামে ওই যুবতীকে প্রেমিক সহ ৬ জন মিলে পাচার করে৷মেয়েকে ফিরে পেতে খোলা মাঠে আমরন অনশন চালান পরিবার৷

dead body of kidnapped girl | newsfront.co
উদ্ধার হওয়া দেহ।নিজস্ব চিত্র

কোচবিহারের মেখলিগঞ্জ ব্লকের ৭২ নিজতরফ এলাকার ওই ঘটনা ঘটে৷ ওই ঘটনায় অভিযুক্ত ছয় জনের মধ্যে প্রেমিক সহ তিনজনকে ইতিমধ্যেই পুলিশ গ্রেপ্তার করেছে৷বাকি তিন জন যুবক পলাতক।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ জুন তনুশ্রী বিশ্বাস নামে এক যুবতীকে প্রেমিক সহ ছয় জন মিলে পাচার করে বলে অভিযোগ৷গত ১১জুন অভিযোগ দায়ের হয় মেখলিগঞ্জ থানায়৷তারপর মেখলিগঞ্জ মহকুমা শাসক দপ্তরে সামনে মেয়েকে খুঁজে পেতে আমরণ অনশনে বসেন পরিবারের সদস্যরা৷

জানা গেছে, যুবতী তনুশ্রী বিশ্বাসের সঙ্গে অভিযুক্ত সীতানাথ কীর্তনীয়া নামে এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল৷ পরিবারের অভিযোগ সেই প্রেম সম্পর্ককে হাতিয়ার করে প্রেমিক এবং আর পাঁচজন মিলে অপহরন করে তনুশ্রীকে৷ অভিযুক্ত ছয়জনের বাড়ি ধূপগুড়ির গ্যাদন এলাকায়৷

মৃত তনুশ্রীর পরিবার সূত্রে জানা যায়, সোমবার জলপাইগুড়ির মোহিতনগর এলাকায় রেল লাইনের ধার থেকে তনুশ্রীর দেহ উদ্ধার করে রেল পুলিশ৷ মঙ্গলবার তার দেহ আনতে জলপাইগুড়ি রওনা দিয়েছে পরিবারের লোকজন৷

নিখোঁজ হওয়ার এক মাস পেরিয়ে গেলেও পুলিশ তনুশ্রীকে খুঁজে পায় নি।কিন্তু এই ঘটনার মূল অভিযুক্ত তুলসী বিশ্বাসকে গ্রেপ্তার করার পরের দিনই সোমবার পুলিশ তনুশ্রীর দেহের সন্ধান পায়।পুলিশ এতদিন চুপ ছিল কেন?এ নিয়ে প্রশ্নের মুখে মেখলিগঞ্জ পুলিশ৷

যদিও মেখলিগঞ্জ থানার ওসি কাশ্যপ রাই জানান “ওই ঘটনার তদন্তে নেমে তনুশ্রীকে উদ্ধারের জন্য তল্লাসি চালিয়েছি।অভিযুক্তদের মধ্যে তিন জনকে গ্রেপ্তারও করেছি।সোমবার জানতে পেয়েছি যে জলপাইগুড়ির মোহিতনগর এলাকায় তনুশ্রীর দেহ উদ্ধার হয়েছে৷ সেটাও পরিবারকে জানানো হয়েছে৷”

আরও পড়ুনঃ ইঞ্জিন ভ্যানের ধাক্কায় গুরুতর আহত স্কুল ছাত্রী

পরিবারের লোকজনের দাবী, “ট্রেনে কাটা পড়ে স্বাভাবিক মৃত্যু হয় নি তনুশ্রী।তাকে পাচার করতে না পেরে মেরে ফেলা হয়েছে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here