নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
ভাড়া বাড়ি থেকে এক যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য দেখা দিল মেদিনীপুর শহরের ২০ নং ওয়ার্ডের কালগাং এলাকায়।

জানা যায়, মৃত যুবকের নাম অভিষেক রায়। বয়স আনুমানিক ৩০। পেশায় ইঞ্জিনিয়ার ঐ যুবক যে বাড়িতে ভাড়ায় থাকতো, সেই বাড়ী মালিকের অভিযোগের ভিত্তিতে পুলিশ আজ সকালে ঐ যুবকের রুমের দরজা ভেঙে দেখে যুবকের রক্তাক্ত মৃতদেহ পড়ে রয়েছে।
পুলিশের প্রাথমিক অনুমান প্রেম ঘটিত বিষয়ে এই আত্মহত্যা। মৃতদেহের পাশাপাশি রুমের মেঝেতে ও অন্যান্য জায়গায় লেখা রয়েছে মৃত্যুর পর তার সমস্ত কিছু সুতপা নাগ নামে খড়্গপুরের মাদপুরের একটি মেয়েকে দিয়ে দেওয়ার কথা।
আরও পড়ুনঃ বারাসাতে পুলিশকর্মীর ছেলের দেহ উদ্ধার
পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে এবং বাড়ি মালিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। ঘটনার তদন্ত শুরু করেছে মেদিনীপুর কোতওয়ালী পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584