মাথাভাঙ্গায় উদ্ধার তাজা বোমা

0
153

মনিরুল হক,কোচবিহারঃ

Rescued bomb at mathavanga
উদ্ধার হওয়া বোমা।নিজস্ব চিত্র

তাজা বোমা উদ্ধার হল মাথাভাঙ্গায়।ওই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়।ঘটনাটি ঘটেছে মাথাভাঙ্গা ১ নং ব্লকের হাজরাহাট ২ নং গ্রাম পঞ্চায়েত এলাকার অন্তর্গত পূর্ব খাটের বাড়ি গ্রামে।

প্রথমে আবুল হোসেন নামে এক ব্যক্তি তার বাড়ির বাগানে ওই বোমাটিকে দেখতে পায়। তারপর ওই ঘটনা জানা জানি হলে স্থানীয়রা সেখানে ওই বোম দেখতে ভিড় করে।পরে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মাথাভাঙ্গা থানার পুলিশ।পরে পুলিশ ঘটনাস্থল থেকে ওই বোমাটিকে উদ্ধার করে নিয়ে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

 

Rescued bomb at mathavanga
ঘটনাস্থল।নিজস্ব চিত্র

এবিষয়ে বাড়ির মালিক আবুল হোসেন বলেন,আজ সকাল ৬টা ৩০ মিনিট নাগাদ আমি যখন আমার বাগান বাড়িতে যাই।তখন সেখানে একটি সুতো পল্টানো বলের মত জিনিস পরে থাকতে দেখি। তারপর একজনকে ডেকে দেখালাম।সে বলল ওটা বোম।আমি তো ভয় পেয়ে যাই।পরে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে বোমাটি উদ্ধার করে নিয়ে যায়।

এদিন এবিষয়ে হাজরাহাট ২ নং গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হাসেম আলী জানান, আজ সকাল ৬ টা ৩০ মিনিট নাগাদ আবুল হোসেনের বাড়ি পাশে বাগানে একটি বোমা পাওয়ার খবর আসে।খবর পেয়ে আমি ঘটনাস্থলে ছুটে আসি এবং বাগানে গিয়ে বোমাটি পড়ে থাকতে দেখি।একজন আবার বল ভেবে ওই বোমাটিকে হাতে তুলে নেওয়ার চেষ্টা করেন।পরে পুলিশের কাছে খবর দেওয়া হয়।পুলিশ এসে বোমাটিকে উদ্ধার করে নিয়ে যায়।তিনি আরও বলেন, এখানে কিভাবে বোমা এলো ? নিশ্চয় কোন দুষ্কৃতীর কাজ। ঘটনার তদন্ত করে প্রকৃত দোষীকে খুঁজে বের গ্রেপ্তার করুক পুলিশ।

আরও পড়ুনঃ রেজিনগরে বোমা উদ্ধার

প্রসঙ্গত,লোকসভা নির্বাচনের কয়েকদিন আগে মাথাভাঙ্গা পৌরসভার ১১ নং ওয়ার্ডে কোচবিহার জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি নরেন দত্তকে লক্ষ্য করে তার বাড়িতে বোমা ছোঁড়া হয়।ওই ঘটনার পর আজ ফের মাথাভাঙ্গার হাজরাহাট ২ নং গ্রাম পঞ্চায়েত এলাকার অন্তর্গত পূর্ব খাটের বাড়ি গ্রামে আবুল হোসেনের বাড়ির বাগান থেকে বোমা উদ্ধার হয়।ওই ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।ঘন ঘন এই বোমা উদ্ধারের ঘটনায় প্রশ্ন উঠেছে পুলিশের ভুমিকা নিয়েও।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here