তৃণমূল কার্যালয় থেকে বোমা উদ্ধার

0
112

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

Rescued bomb from tmc party office
নিজস্ব চিত্র

নারায়ণগড়ে তৃণমূল কার্যালয় থেকে বোমা উদ্ধারে এলাকায় উত্তেজনা।

Rescued bomb from tmc party office
নিজস্ব চিত্র

ঘটনাটি ঘটেছে ৫ নং পাকুড়শেনি অঞ্চলের গাইঘাটা গ্রামে।তৃণমূল কার্যালয় সহ এলাকা থেকে চারটি বোম সহ বোম তৈরির ব্যাপক সরঞ্জাম উদ্ধার হয়। ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী।

Rescued bomb from tmc party office
নিজস্ব চিত্র

বিজেপি কর্মী-সহ এলাকাবাসীদের অভিযোগ ভোট চলাকালীন এলাকায় সন্ত্রাস চালানোর জন্য তৃণমূল কর্মীরা বোম তৈরি করে রেখেছিল পার্টি অফিসে।এলাকায় ব্যাপক বোমাবাজি করে।

Rescued bomb from tmc party office
নিজস্ব চিত্র

ঘটনার খবর পাওয়ার পর নারায়ণগড় থানার পুলিশ ঘটনাস্থলে আসে।পুলিশ আসার পরে এলাকাবাসী বিজেপি কর্মীরা তৃণমূল পার্টি অফিসের সামনে বিক্ষোভ দেখায়।তাদের অভিযোগ পুলিশকে বারবার জানানোর পরও পুলিশ আমাদের অভিযোগ নেয়নি।দোষীদের গ্রেফতারের দাবি জানায় এলাকাবাসীরা।অন্যদিকে তৃণমূলের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে।

আরও পড়ুনঃ ভোট জিততেই ভাঙরে শুরু আরাবুল তান্ডব,প্রতিবাদে অবরোধ

পাকুড়সেনি অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি রঞ্জিত বোস বলে অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।বিজেপি কর্মীরা গতকাল পার্টি অফিস দখল করে নিজেরাই বোম রেখে সন্ত্রাস করার চেষ্টা করছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here