বিজেপি কর্মীর বাড়ি থেকে উদ্ধার বোমা

0
35

সুদীপ পাল,বর্ধমানঃ

 Rescued bombs from bjp workers house
ছবিঃপ্রতিবেদক

এক বিজেপি কর্মীর বাড়ির ছাদ থেকে বোমা উদ্ধারের ঘটনায় তোলপাড় হল কাঁকসা রেলপাড় এলাকা।

ঝন্টু গড়াই নামের ওই বিজেপি কর্মীর বাড়ি থেকে যে বোমা উদ্ধার করা হয়েছে তা যথাযথভাবে নিষ্ক্রিয় করা গেছে বলে জানা গেছে।

 Rescued bombs from bjp workers house
ছবিঃপ্রতিবেদক

প্রতিবেশী এক ব্যক্তির মারফত ঝন্টু জানতে পারেন বাড়ির ছাদে একটি ব্যাগে বেশ কিছু বোমা রাখা হয়েছে। তড়িঘড়ি ছাদে উঠে দেখেন একটি ব্যাগ রয়েছে। দ্রুত খবর দেওয়া হয় কাঁকসা থানায়।

ঝন্টুবাবুর অভিযোগ, বেশ কয়েকদিন ধরে তৃণমূলের লোকজন তাকে নানাভাবে ফাঁসানোর চেষ্টা করছে।তাই তারাই বাড়ির ছাদে বোম রেখে গেছে।

কাঁকসার বিজেপি নেতা রমন শর্মার দাবি,তৃণমূল কর্মীরা বিজেপি কর্মীদের ফাঁসানোর জন্য এই ধরনের ঘটনা ঘটাচ্ছে।

যদিও কাঁকসার তৃণমূল নেতা দেবদাস বক্সী বিজেপির এই দাবি মেনে নেননি।তাঁর পাল্টা অভিযোগ, ওই ব্যক্তি এলাকায় সন্ত্রাস তৈরীর জন্য বাড়ির ছাদে বোমা রেখেছিল। এর সাথে তৃণমূলের কোন সম্পর্ক নেই।

আরও পড়ুনঃ আগুনে ভস্মীভূত বাসগৃহ,দেখা নেই দমকলের

অন্যদিকে ঝোপের মধ্যে লুকিয়ে রাখা একটি ড্রাম থেকে ১৫টি বোমা উদ্ধার করেছে পুলিশ।খণ্ডঘোষের কেউদিয়া গ্রাম থেকে এই বোমা উদ্ধার করার পর সেগুলো যথাযথভাবে নিষ্ক্রিয় করা হয়। পুকুরের পাড়ে তাল গাছের নিচে ঝোপে একটি ড্রাম দেখতে পেয়েছিলেন গ্রামের বাসিন্দারা।তারপরেই পুলিশে খবর এবং সেখান থেকে খবর দেওয়া হয় পরে বোম্ব স্কোয়াডে। স্কোয়াডের প্রতিনিধিরা বোম নিষ্ক্রিয় করেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here