মদ তৈরির উপকরণ সহ উদ্ধার প্রচুর চোলাই মদ

0
262

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
গত কয়েকমাস ধরেই পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন প্ৰান্তে চোলাই মদের বিরুদ্ধে একাধিক অভিযান চালিয়েছে আবগারি দপ্তর।মঙ্গলবারও জেলার দুই স্থানে রাজ্য পুলিশের সাথে যৌথ অভিযান চালায় আবগারি দপ্তর।

উদ্ধার মদ তৈরির উপকরণ। নিজস্ব চিত্র

এদিন বিশেষ সুত্রে খবর পেয়ে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী থানার অন্তর্গত ভালুকশোল ও বড়বাখরা এলাকা এবং আনন্দপুর থানার অন্তর্গত গুইয়াদন এবং গোপালবাঁধ এলাকায় অভিযান চালানো হয়।যেখান থেকে প্রায় ৮৮ লিটার চোলাই মদ,২৮৮০ লিটার র’চোলাই মদ তৈরির জন্য রাখা হয়েছিল।১৮ কেজি মহুয়া, বাখর ৬ কেজি, এবং এলুমিনিয়াম হাঁড়ী ১৯ টি বাজেয়াপ্ত করা হয়।

ভাঙা হচ্ছে চোলাই মদের ঠেক। নিজস্ব চিত্র

আগামী দিনে চোলাই মদের বিরুদ্ধে এমন অভিযান চলবে বলে জানিয়েছেন জেলা আবগারি সুপারিন্টেনডেন্ট একলব্য চক্রবর্ত্তী। তিনি বলেন,”এদিন বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় চোলাই মদ এবং চোলাই তৈরির উপকরণ খড় দিয়ে ঢেকে রাখা হয়েছিল,এমনকি উনুনকেও ঢেকে রাখা হয় যাতে কেউ খুঁজে না পায়।আমাদের কর্মীরা অবশ্য সেগুলি খুঁজে বার করে।” যাদের বাড়িতে এই চোলাই তৈরি হচ্ছিল,অভিযানের সময় তারা পালিয়ে যায়। তাদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে জানানো হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here