রিচা দত্ত, মুর্শিদাবাদঃ
পুজোর আগে বিপুল পরিমানে নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল বহরমপুর থানার পুলিশ।
রবিবার সকালে বহরমপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বহরমপুরের সৈদাবাদ বাঙ্গালপাড়া এলাকা থেকে চিত্ত মিস্ত্রী(৫২) নামে এক ব্যাক্তিকে গ্রেপ্তার করে৷ তার বাড়ির গোডাউন থেকে বিপুল পরিমানে নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করে যার বাজার মূল্য প্রায় ২ লক্ষ টাকা। পাশাপাশি ধৃত ব্যাক্তির বাড়ি থেকে ২৯টি গ্যাস সিলিন্ডার উদ্ধার করা হয়েছে।
বেআইনি গ্যাস কারবারির সঙ্গে যুক্ত ওই ব্যাক্তি বলে পুলিশ সূত্রে খবর।
আরও পড়ুনঃ স্বয়ংক্রিয় জেনারেটরে অগ্নিকাণ্ড ঘিরে চাঞ্চল্য আলিপুরদুয়ার পুর এলাকায়
ধৃত ব্যাক্তিকে সোমবার আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে খবর।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুজোর আগে নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করতে পুলিশ অভিযান চালাবে।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584