নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
চারিদিকে জল থৈ থৈ। বৃষ্টির জেরে ব্যাহত জনজীবন। এর মাঝেই মিলল হাতি মৃত্যুর খবর।
শুক্রবার দুপুর আনুমানিক ১২ টা নাগাদ বীরপাড়ার নাংডালা চা বাগানে একটি হাতির শাবকের মৃতদেহ পড়ে থাকতে দেখেন শ্রমিকরা। মৃত হাতির দেহ দেখতে পেয়েই ফুল বেলপাতা দিয়ে মৃত হাতিকে পুজো দিতে শুরু করেন এলাকার মানুষেরা। হাতি মানেই গনেশ দেবতা। স্থানিয়রা এই বিশ্বাসে মৃত হাতির শাবককে পুজো দিতে শুরু করেন।
পরে খবর পেয়ে জলপাইগুড়ি বনদফতরের কর্মীরা গিয়ে হাতির শাবকটিকে উদ্ধার করে।যে এলাকায় হাতির শাবককের মৃত্যু হয়েছে সেটি জলপাইগুড়ি বন দপ্তরের দলগাঁও ফরেস্ট রেঞ্জের অধীন।
আরও পড়ুনঃ ফাঁসিদেওয়ায় গঙ্গারাম চা বাগানে ভেঙে পড়ল ব্রিজ
বন দপ্তর সূত্রে জানা গেছে, মৃত হাতিরশাবকের দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর সঠিক কারন জানা যাবে।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584