সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ

বাড়ির পাশে প্রাক্তন শিক্ষকের গলা কাটা দেহ উদ্ধারে এলাকায় উত্তেজনা।ঢোলাহাট থানার শ্রীনারায়নপুর গ্রাম পঞ্চায়েতের পূর্ণচন্দ্রপুর গ্রামের বাসিন্দা পেশায় প্রাক্তন শিক্ষক রামপদ করন(৭০)।

আজ সকালে বাড়ির পাশেই বাগানে ঝোপের মধ্যে গলা কাটা দেহ পাওয়া যায়।

স্থানীয় সূত্রে জানা যায়,মৃতের স্ত্রী আজ সকালে ঘাটের ধারে বেরিয়ে দেখতে পান স্বামীর গলাকাটা দেহটি।গতরাত থেকে রামবাবু বাড়িতে ফেরেনি এদিক সেদিক খোঁজাখুঁজি হচ্ছিল কিন্তু কথাও ওনাকে খুঁজে পাওয়া যায়নি।

প্রশ্ন উঠছে রাত্রে খোঁজাখুঁজির সময় বাগানেও খোঁজ করা হয়।তখন দেখা না গেলেও সকালে কিভাবে বাগানের ঝোপের মধ্যে মৃতদেহ এলো সেই নিয়ে এখন বিস্ময় প্রকাশ করছেন এলাকার মানুষ।

আরও পড়ুনঃ লালপুরে গুলি চালনার ঘটনায় উত্তপ্ত এলাকা,ধৃত ৭

এই ঘটনার পরিপ্রেক্ষিতে পাথরপ্রতিমা থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে।স্থানীয় বাসিন্দারা এই ঘটনার সিআইডি তদন্তের দাবি করেছেন।এই দাবিতে তারা মৃত দেহ উদ্ধারেও পুলিশকে বাধা দেয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584