নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ

রবিবার সকালে এগরা থানার ষঢ়রং-এ বাড়ির মধ্যে থেকে এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হওয়ায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।পরিবার সূত্রে জানা যায়,মৃত ব্যক্তির নাম গোলক বিহারীজানা (৫৩)।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে গোলক বাবুর পরিবারে শোরগোল শুনে ছুটে আসে প্রতিবেশীরা।দেখা যায়, বাড়ির সামনে পড়ে রয়েছে তাঁর রক্তাক্ত মৃতদেহ।ঘটনার খবর পেয়েই ছুটে আসে এগরা থানার পুলিশ।
পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে।
প্রাথমিক ভাবে পুলিশের অনুমান,ওই ব্যক্তিকে ঘরের মধ্যে খুন করে টেনে বাইরে নিয়ে আসা হয়েছে।

কিভাবে এই খুন জানতে মৃত ব্যক্তির স্ত্রী সহ দুই কন্যা ও ছেলেকে আটক করে থানায় নিয়ে এসেছে পুলিশ।

মৃত গোলক বিহারী জানার কন্যা সুদীপ্তা জানা জানায়, তার বাবা প্রায়শই মদ্যপ অবস্থায় তাদের মারধর করত। মায়ের সঙ্গেও বাবার সম্পর্ক মোটেই ভালো ছিল না।অন্যদিকে মায়ের সঙ্গে প্রতিবেশী এক যুবকের ঘনিষ্ঠতা রয়েছে বলেও জানিয়েছে মেয়েটি।বাড়িতে মারধর অশান্তির জেরে মৃতের স্ত্রী উজ্জ্বলা জানা ছেলে মেয়েদের নিয়ে প্রায়শই বাপের বাড়িতে গিয়ে থাকতেন বলে জানিয়েছেন প্রতিবেশীরাও। তবে গত একমাস ধরে ওই ব্যক্তির সঙ্গে স্ত্রী ও ছেলেমেয়েদের সম্পর্ক তলানিতে চলে যায়।
আরও পড়ুনঃ লেবেল ক্রসিং-এ ট্রেনের ধাক্কায় মৃত ১
ঘটনার তদন্তের স্বার্থে পুলিশ মৃতের স্ত্রী সহ ছেলেমেয়েদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।কিভাবে এই ঘটনা তা জানার চেষ্টা চলছে বলে জানিয়েছে এগরা থানার পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584