সিমা পুরকাইত, দক্ষিন ২৪ পরগনাঃ
লক্ষ্মী পূজার রাতে খুন হলেন গৃহবধূ। গলার নলি কাটা অবস্থায় ঘর থেকে উদ্ধার হল মৃতদেহ।
ঘটনা ঘটেছে, বাসন্তী থানার রাধারানীপুর গ্রামে। মৃতার নাম, সুলতা পৈলান (২৬)। স্থানীয় সূত্রে জানা যায়, মৃতা গৃহবধূর স্বামী দুলাল পৈলানের একটি অবৈধ সম্পর্ক রয়েছে। আর এই নিয়ে তাদের সংসারে স্বামী স্ত্রীর মধ্যে প্রায় সময় অশান্তি লেগেই থাকত। আর সেই অশান্তির কারণে নিজের স্ত্রীকে ঘরের মধ্যে গলার নলি কেটে খুন করেছে স্বামী দুলাল পৈলান। এমনটাই দাবি গ্রামবাসীদের।
মৃতদেহটিকে উদ্ধার করে বাসন্তী গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে বাসন্তী থানার পুলিশ। আর সেখানে চিকিৎসক দেখার পর মৃত বলে ঘোষণা করে ওই গৃহবধূকে। ঘটনার তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ।
আরও পড়ুনঃ প্রকাশ্যে দুষ্কৃতী তান্ডবে উত্তেজনা গোবরডাঙ্গায়
স্থানীয় সূত্রে দাবি, প্রথম পক্ষের স্ত্রীর বনিবনা হতো না দ্বিতীয় পক্ষের স্ত্রীর সাথে। আর সে কারণে দ্বিতীয় পক্ষের স্ত্রীকে খুন করল স্বামী। মৃতের নাম,সুলতা পৈলান। স্বামী সুদর্শন মন্ডল। তবে গ্রামবাসীদের দাবি প্রথম পক্ষের স্ত্রী খুন করেছে বলে অনুমান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584