পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ
ছয়দিন পর শুক্রবার বাড়ির নিকটবর্তী নালা থেকে বস্তাবন্দি নিখোঁজ দুধ ব্যাবসায়ীর মৃতদেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার সুভাষগঞ্জ এলাকায়। মৃত দুধ ব্যাবসায়ীর নাম অমল ঘোষ।
মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত শনিবার বাড়ি থেকে দুধ নিয়ে মোটরবাইকে চেপে রায়গঞ্জ শহরে দুধ বিক্রি করতে বের হন রায়গঞ্জের সুভাষগঞ্জ সারদাপল্লির বাসিন্দা অমল ঘোষ৷ তারপর থেকে তার আর কোনও খোঁজ মেলেনি।
অমল বাবুর পরিবারের পক্ষ থেকে রায়গঞ্জ থানায় একটি নিখোঁজের ডায়েরিও করা হয়।ঠিক তার পরদিন রবিবার অমল বাবুর মোটরবাইকটি উদ্ধার হয়। কিন্তু খোঁজ পাওয়া যায়নি অমল বাবুর। শুক্রবার অমল বাবুর বাড়ি থেকে কিছুটা দূরে একটি নালা থেকে অমল ঘোষের বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশের প্রাথমিক অনুমান অন্য কোথাও খুন করে মৃতদেহ বস্তায় ভরে এখানে নালায় ফেলে দিয়ে গেছে দুষ্কৃতীরা। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রায়গঞ্জের সুভাষগঞ্জ এলাকায়৷
আরও পড়ুনঃ রায়পুর ফেরিঘাটে অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ উদ্ধার
পরিবারের লোকেদের দাবি ঘটনার পূর্নাঙ্গ তদন্ত করে দোষীদের গ্রেপ্তার করে চরমতম শাস্তি দেওয়া হোক। পুলিশের সাথে তদন্তে সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584