নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনাঃ
আজ সকালে পুলিশ আবাসনের নিচ থেকেই রক্তাক্ত দেহ উদ্ধার হয় এক পুলিশ কর্মীর ছেলের।
পুলিশ জানিয়েছে, মৃতের নাম প্রভাকর গিরি(২৪)। পরিবারের সন্দেহ, তাকে খুন করা হয়েছে।
এবিষয়ে বারাসত থানায় অভিযোগও দায়ের হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
পরিবার সূত্রে জানা গেছে, প্রভাকর বিভিন্ন ব্যাঙ্কে সার্ভারের কাজ করতেন।গতকাল তিনি কাজে যাননি।দুপুরের দিকে বন্ধুদের সঙ্গে আড্ডা মেরে তিনি একবার বাড়িতে আসেন।
পরে,বিকালের দিকে ফের বাড়ি থেকে বেরিয়ে যান। রাত ১০ টা নাগাদ তাঁর মোবাইলে ফোন করা হলে সে বলে,বারাসত স্টেশনের পাশে বন্ধুদের সঙ্গে আড্ডা মারছেন। কিছুক্ষণের মধ্যেই বাড়িতে যাওয়ার কথাও পরিবারকে বলে সে। এরপর, তাঁর মোবাইলে আর যোগাযোগ করা যায়নি।
আজ সকালে বারাসত কাছারি মাঠের পাশে পুলিশ আবাসনের নীচে তাঁর রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন পরিবারের লোকেরা। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বারাসতের এক বেসরকারি হাসপাতালে।সেখানেই প্রভাকরকে মৃত বলে ঘোষনা করেন চিকিৎসকরা।
ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পুলিশ মহলে। মৃতের বাবা কৃষ্ণানন্দ গিরি পুলিশ কর্মী। তিনি শাসন থানায় কর্মরত।আগে বারাসত থানাতেই পোস্টিং ছিল তাঁর।বারাসত কাছারি মাঠের পাশে পুলিশ আবাসনের দোতলায় পরিবার নিয়ে থাকেন কৃষ্ণানন্দ বাবু।চার মেয়ে ও দুই ছেলে।তিন মেয়ের বিয়ে হয়ে গেছে। সম্প্রতি হার্টের সমস্যার জন্য তিনি ভেলোরে পরিবারকে নিয়ে যান চিকিৎসার জন্য।সেখান থেকে বৃহস্পতিবারই বাড়ি ফিরেছেন সকলে।তারই মধ্যে বড় ছেলে প্রভাকরের রহস্য মৃত্যু।তবে,এই মৃত্যু স্বাভাবিক নয় বলে দাবি প্রভাকরের পরিবারের। তাঁদের অভিযোগ, প্রভাকরকে খুন করা হয়েছে।কারন, তাঁর কান ও মুখ দিয়ে রক্ত বেরেচ্ছিল।সন্দেহের তীর বন্ধুদের দিকেই।
আরও পড়ুনঃ ফুচকা খাওয়া ঘিরে বচসার জেরে নিহত যুবক, ধৃত বিক্রেতা
ঘটনার পরই বারাসত থানায় অভিযোগ দায়ের করেছেন মৃতের পরিবার।অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।দুই বন্ধুকে আটক করে জিজ্ঞাসাবাদও শুরু করা হয়েছে।
পুলিশ জানিয়েছে,গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।এটি খুন না দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই বিষয়টি পরিষ্কার হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584