নিজস্ব সংবাদদাতা,দক্ষিন দিনাজপুরঃ
ভোটের আগে এক ব্যবসায়ীর খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়।মৃতের নাম হরিহর দাস(৫৫)। তিনি একজন স্থানীয় ব্যবসায়ী।টিএমসির প্রধানের দাবী মৃত ব্যক্তি তাদের কর্মী ছিলেন।শনিবার সকালে কুশমন্ডির ৮ নম্বর মালিগাও গ্রামপঞ্চায়েতের পাছাট শিশুশিক্ষা কেন্দ্রের পার্শ্বে মৃত দেহ পড়ে থাকতে দেখে গ্রামবাসীরা।স্থানীয় সূত্রে জানা যায় হরিহর বাবু ছিলেন স্থানীয় হার্ডওয়্যার ব্যাবসায়ী এবং তৃনমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী। স্থানীয়দের বক্তব্য এদিন তারা শিশুশিক্ষা কেন্দ্রের পাশে হরিহর দাসের মৃত দেহ দেখতে পায়।
মৃতের দেহে ও মাথায় আঘাতের চিহ্ন ও রয়েছে।প্রাথমিক ভাবে তাদের অনুমান শুক্রবার রাত্রে হরিহর বাবুকে খুন করে ফেলে রেখেছে দুষ্কৃতীরা।এই খুনের ঘটনায় ক্ষোভে ফেটে পরে গ্রামবাসীরা। মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ দেখায় তারা।পুলিশ এলে মৃতদেহ আটকে বিক্ষোভ শুরু করে সকল গ্রামবাসী।তাদের বক্তব্য এলাকায় একের পর এক খুন হয়ে যাচ্ছে কিন্তু খুনীরা গ্রেপ্তার হচ্ছেনা। ছাত্রছাত্রী থেকে জন সাধারণ সকলেই আতঙ্কে বসবাস করছে এলাকায়।
আরও পড়ুনঃ রেললাইনের পাশ থেকে উদ্ধার জওয়ানের মৃতদেহ
গ্রামবাসীদের দাবি এই খুনের সি আই ডি তদন্ত হোক। অবশেষে পুলিশের আশ্বাসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বালুরঘাটে জেলা হাসপাতালে পাঠানো হয়।তদন্ত শুরু করেছে কুশমন্ডি থানার পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584