মহিলার অর্ধনগ্ন দেহ উদ্ধার, স্বামীসহ ধৃত দুই

0
138

মনিরুল হক,কোচবিহারঃ

rescued dead body of woman arrested two 2
নিজস্ব চিত্র

মহিলার অর্ধ নগ্ন দেহ উদ্ধারের ঘটনায় স্বামী সহ দুজনকে আটক করল পুলিশ।

rescued dead body of woman arrested two 2
উদ্ধার হওয়া দেহ।নিজস্ব চিত্র

রবিবার মাথাভাঙা ২ নং ব্লকের পারডুবি গ্রাম পঞ্চায়েতের ভ্যারভেরি মানাবারি এলাকায় দলং নদী থেকে স্থানীয় এক মহিলার অর্ধনগ্ন মহিলার দেহ উদ্ধার হয়।ওই মহিলার নাম জ্যোৎস্না সরকার (৪৫)।

rescued dead body of woman arrested two 2ওই ঘটনায় মহিলার বাপের বাড়ির পক্ষ থেকে মাথাভাঙা থানায় লিখিত ভাবে খুনের অভিযোগ করা হয়।ওই অভিযোগ পেয়ে পুলিশ তদন্তে নেমে প্রথমেই মহিলার স্বামী পরেশ সরকারকে জিজ্ঞাসাবাদের বাদের জন্য আটক করে।তাঁকে জিওজ্ঞাসাবাদের পর মাথাভাঙা শহর থেকে মান্টু নামে আরও এক যুবককে আটক করা হয়।পুলিশের প্রাথমিক অনুমান ওই মহিলাকে খুন করা হয়েছে।

আরও পড়ুনঃ অঙ্গনওয়ারি কর্মী খুনে দোষীদের শাস্তির দাবিতে ডেপুটেশন

তবে কেন এই খুন এবং ওই খুনের সাথে কারা যুক্ত রয়েছেন,তা জানতে পুলিশ আটক দুই ব্যাক্তিকে জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি তদন্ত চালিয়ে যাচ্ছে।আর সেই কারণে এখনই প্রকাশ্যে কিছু বলতে রাজী হচ্ছেন না তদন্তকারী পুলিশ অফিসাররা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here