মনিরুল হক,কোচবিহারঃ
দিনহাটার গোসানিমারির রাজপাট এলাকা থেকে উদ্ধার হল একটি হরিণ।মঙ্গলবার দুপুরে ওই হরিণটিকে দেখতে পান সেখানকার স্থানীয় বাসিন্দারা। এলাকায় হরিণ দেখতে পাওয়ার খবর ছড়িয়ে পড়তেই আশেপাশের এলাকা থেকে উৎসাহী মানুষ এলাকায় হরিণটি দেখতে ভিড় জমান। জানা গিয়েছে,এদিন দুপুরে গোসানিমারি গ্রাম পঞ্চায়েত এলাকার রাজপাট এলাকায় ওই হরিণটিকে দেখতে পাওয়া যায়। স্থানিয়রা ওই হরিণটিকে উদ্ধার করে বনকর্মীদের খবর দিয়েছেন।
রাজপাটে ঘুরতে যাওয়া উৎপল বর্মণ,গোবিন্দ দফাদার জানান,আমরা গোসানিমারির রাজপাটে বন্ধুরা ঘুরতে গিয়েছিলাম।সেসময় জানতে পারি এলাকায় একটি হরিণ চলে এসেছে।
আরও পড়ুনঃ পূর্ণবয়স্ক হরিণের মৃতদেহ উদ্ধার
আমরাও সেটিকে দেখতে পাই। কিছুক্ষণের মধ্যে এলাকায় ভিড় জমে যায়।বন দফতরের কর্মীদের খবর দেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দারা হরিণটিকে আটকে রেখেছে।তবে ওই হরিণটি কোথা থেকে রাজপাট এলাকায় এল বুঝতে পারছিনা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584