নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
আলুর বস্তার ভিতর গাঁজা! দূর্ঘটনা ঘটতেই বেরিয়ে পড়লো আসল রহস্য। ট্রাকে করে আলুর বস্তার সঙ্গে গাঁজা পাচার করার চেষ্টা করছিল পাচারকারী। নিয়ন্ত্রন হারিয়ে ৩১ নম্বর জাতীয় সড়কে ট্রাকটি উলটে যেতেই বস্তার মধ্যে থেকে বেরিয়ে এলো গাঁজার প্যাকেট। গোপন খবর এভাবেই ফাঁস হয়ে গেল।খবর পেয়ে ছুটে এলো পুলিশ।
একজন পাচারকারী ধরা পড়লেও অন্যজন জন পলাতক। ইসলামপুর থানার রামগঞ্জ এলাকায় এই ঘটনায় শুক্রবার চাঞ্চল্য ছড়িয়েছে। ধৃতর নাম গোপাল রায়। তার বাড়ি শিলিগুড়িতে।
আরও পড়ুনঃ ট্রেনে ফিরছেন পরিযায়ী শ্রমিকরা, লালারসের নমুনা নিতে গড়িমসি রায়গঞ্জ মেডিকেলে
ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার শচীন মক্কার জানিয়েছেন, একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ এবং ম্যাজিস্ট্রেট দিয়ে এর তদন্তের কাজ শুরু হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তি ট্রাকের চালক। গাড়িটি কোচবিহার থেকে দক্ষিণ দিনাজপুরের দিকে যাচ্ছিল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584