সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ
কাকদ্বীপে প্রচুর জাল হোমিওপ্যাথি ঔষুধ বিক্রির অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়।ধৃতদের এক সীতা দাস যিনি মূল অভিযুক্তর কর্মচারী।মূল অভিযুক্ত পলাতক।
পূর্বেই ড্রাগ কন্ট্রোল ও আবগারি দফতরের পক্ষ থেকে বাতিল করা হয়ে ছিল অভিযুক্তর হোমিওপ্যাথি ঔষধ তৈরির লাইসেন্স।তবুও দপ্তরকে তোয়াক্কা না করেই, অবৈধ ভাবে হোমিওপ্যাথি ঔষধ তৈরি করত কাকদ্বীপ অভিযুক্ত মীরা হোমিও হোম।
দীর্ঘ প্রায় দু’মাস পর্যবেক্ষণের পর অবশেষে আবগারি দপ্তরের পক্ষ থেকে অভিযান চালিয়ে বাজেয়াপ্ত করা হল,প্রায় দু গাড়ি অবৈধ হোমিওপ্যাথি ঔষধ।এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।তবে দোকানের মালিক রাজকুমার তামেলি পলাতক।
এই বিষয়ে আবগারি দপ্তরের আধিকারিক অমিত কুমার চক্রবর্তী জানান,হোমিওপ্যাথি ঔষধ তৈরি করতে গেলে ড্রাগ কন্ট্রোল দপ্তরের অনুমতির প্রয়োজন হয় এবং অ্যালকোহল ব্যবহারের ক্ষেত্রে ড্রাগ কন্ট্রোল দপ্তর ও আবগারি দফতরের অনুমতির প্রয়োজন হয়।এক্ষেত্রে মীরা হোমিও হোমের হোমিওপ্যাথি ঔষধ তৈরির কোন অনুমতিই ছিল না।তা সত্ত্বেও মীরা হোমিও হোমের মালিক রাজকুমার তামেলি অবৈধভাবে হোমিওপ্যাথি ঔষধ তৈরি করত।
আরও পড়ুনঃ প্রকাশ্য রাস্তায় টাকা ছিনতাই,ধৃত ১
এই খবর পাওয়ার পর, আবগারী দপ্তরের চারটি সার্কেল মিলে প্রায় কুড়ি জনের একটি দল মীরা হোমিও হোমের গোডাউনে ও দোকানে তল্লাশি চালিয়ে দুই গাড়ি অবৈধ হোমিওপ্যাথি ঔষধ বাজেয়াপ্ত করে।একই সঙ্গে এই ঘটনায় দুইজনকে গ্রেপ্তারও করেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584