নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ
পাঁচিল তৈরীর জন্য মাটি খোঁড়ার সময় একটি বোমা জাতীয় জিনিস উদ্ধারকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো বাঁকুড়ার ওন্দা থানা এলাকার কমলা গ্রামে।
বুধবার সকালে জাতীয় সড়ক-৬০ এর ধারে একটি জমিতে পাঁচিল তৈরীর জন্য মাটি খোঁড়ার সময় ঐ বোমা জাতীয় জিনিসটি উদ্ধার হয়।
প্রত্যক্ষদর্শীদের অনেকে এটি হ্যাণ্ড গ্রেনেড মনে করছেন।
বোমা উদ্ধারের খবর পেয়ে এদিন প্রচুর মানুষ ঘটনাস্থলে হাজির হন। ঘটনাস্থলে আসে ওন্দা থানার পুলিশ। পরে তারা ঐ হ্যাণ্ড গ্রেনেড উদ্ধার করে ওন্দা থানায় নিয়ে যায়।
এক শ্রমিক মাটি কাটার সময় ঐ বোমা জাতীয় জিনিসটি উদ্ধার হয় দাবি করেন।
মাটির বেশ কিছুটা নিচে প্লাষ্টিকে মোড়া গোল বেগুনের মতো একটি জিনিস দেখে তৎক্ষণাৎ বোমা ভেবে সেটিকে দূরে ফেলে ওই শ্রমিক।
আরও পড়ুনঃ স্টেশন চত্বরে বোমাবাজি উত্তপ্ত বর্ধমান
হরিপদ বাউরী নামে অন্য এক শ্রমিক বলেন, মাটি কাটার সময় মরচে পড়া বোমা জাতীয় একটি জিনিস উদ্ধার হয়। পরে পুলিশ এসে সেটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশের পক্ষ থেকে এবিষয়ে তদন্ত চালানো হচ্ছে বলে জানানো হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584