শিলিগুড়িতে চতুর্থ শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার

0
112

বিশ্বজিৎ সরকার,দার্জিলিংঃ

Rescued hanging dead body of student at shiligudi 1
প্রীতি ছেত্রী।ফাইল চিত্র

শিলিগুড়ির দেবীডাঙ্গার উৎপলনগর এলাকায় চতুর্থ শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যপক চাঞ্চল্য ছড়াল এলাকায়।

ছাত্রীর নাম প্রীতি ছেত্রী। বৃহস্পতিবার বিকেলে ঘরের ভেতর থেকে প্রীতির ঝুলন্ত দেহ উদ্ধার হয়।এরপর পুলিশ গিয়ে মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়।

 

Rescued hanging dead body of student at shiligudi
নিজস্ব চিত্র

অপরদিকে জানা গিয়েছে যে, প্রীতি নেপালের ধাধিন জেলার গজরি থানা এলাকার বাসিন্দা।তার বাবার নাম বেদ বাহাদুর অধিকারী।প্রায় বছর খানেক আগে কল্পনা শর্মা নামে শিলিগুড়ি দেবীডাঙ্গার উৎপলনগরের এক মহিলা প্রীতিকে দেখাশোনার জন্য রাখেন প্রীতিকে।কল্পনা দেবীর স্বামী মারা গিয়েছেন অনেক আগেই।শিলিগুড়ি উৎপল নগরে কল্পনা দেবী প্রীতিকে নিয়ে একটি ভাড়া বাড়িতে থাকতেন।

আরও পড়ুনঃ ঝাড়গ্রামে পুলিশ কনস্টেবলের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

তবে কী কারণে আত্মহত্যা করলো তা জানা যায়নি। যদিও ইতিমধ্যেই এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এদিন নেপাল থেকে প্রীতির বাবা ও ভাই এসে পৌছায় শিলিগুড়ি।এরপর প্রীতির মৃতদেহ তুলে দেয় পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধাননগর থানার পুলিশ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here