বন্ধ বাড়ি থেকে উদ্ধার মহিলার ঝুলন্ত মৃতদেহ

0
294

পিয়ালী দাস,বীরভূমঃ

hanging dead body of woman from close room
মহিলার নিথর দেহ। নিজস্ব চিত্র

সিউড়ি কালীগতি স্কুলের সামনে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলেন এক মহিলা।খুন?নাকি আত্মহত্যা?নাকি সাংসারিক কলহের জেরে এমন পরিণতি?
সিউড়ি কালীগতি স্কুলের সামনে করুণা রোজ নামে বছর ৪৫ এর এক মহিলা গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয় বলে অনুমান স্থানীয় বাসিন্দাদের। প্রতিবেশী কাঞ্চন ঘোষালের কথা অনুযায়ী অন্যান্য দিনের মতো আজ সারাদিনই দেখা যায়নি তাকে।স্বাভাবিক কারণেই ভদ্রমহিলার ফোনে ফোন করেন প্রতিবেশীরা,দীর্ঘক্ষন ফোনে কোন প্রতিক্রিয়া না পাওয়ার পর বাড়ির ছাদে ওঠেন প্রতিবেশীরা।জানালা দিয়ে দেখতে পান গলায় দড়ি নিয়ে আত্মঘাতী হয়েছেন মহিলা। এরপর নিচে এসে বাড়ির দরজা ভেঙে ওপরে ওঠেন স্থানীয় বাসিন্দারা।খবর দেওয়া হয় সিউড়ি থানার পুলিশকে,পুলিশ আসে এবং সমস্ত তথ্য প্রমাণ সংগ্রহ করে।পুলিশ খবর দেয় দমকল বাহিনীকে,দমকল বাহিনী এসে দেহ উদ্ধার করে সিউড়ি সদর হাসপাতালে পাঠায় ময়না তদন্তের জন্য।

আরও পড়ুনঃ রাত্রি জেগে পাহারা দিয়েও শেষ রক্ষা হলো না

স্থানীয় সূত্রে খবর মহিলা বাড়িতে একাই থাকতেন।তাঁর স্বামী বাংলাদেশে চাকরি করেন, ছেলে বর্তমানে মেডিকেল কলেজে পড়াশুনা করছে।পড়াশুনার কাজে কলকাতায় থাকেন তিনি।সিউড়ি থানার পুলিশ সমস্ত দিক খতিয়ে দেখছে।রহস্য দানা বাঁধছে যদিও স্থানীয় বাসিন্দাদের মত অনুযায়ী কোন ব্যক্তির সাথে খারাপ ব্যবহার করতেন না ওই মহিলা অপরিচিত কোন ব্যক্তি ও বাড়িতে আসা-যাওয়া করতেন না। মহিলার মোবাইল ফোনের কল ডিটেইলস খতিয়ে দেখছে পুলিশ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here