হাইজ্যাক হওয়া চা-পাতা বোঝাই লরি উদ্ধার

0
206

পিয়া গুপ্তা, উত্তর দিনাজপুরঃ

গোপন সূত্রে খবর পেয়ে ইসলামপুর থানার পুলিশ হাইজ্যাক হওয়া চা পাতা বোঝাই লরি উদ্ধার করল। ঘটনা ইসলামপুর থানার ধনতলা আফজল চকে। ঘটনায় জড়িত সাতজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

tea leaves loaded lorry | newsfront.co
উদ্ধার হওয়া লরি।নিজস্ব চিত্র

পুলিশ সূত্রে জানা গিয়েছে চা পাতা বোঝাই একটি লরি আসাম থেকে কলকাতায় যাচ্ছিল। মাঝপথে লরিটি হাইজ্যাক হয়ে যায়। মঙ্গলবার ভোর রাতে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ইসলামপুর থানার ধনতলার ৩১ নম্বর জাতীয় সড়ক এলাকার আফজল চক থেকে লরিটি উদ্ধার করে। সেই সময় লরি থেকে অর্ধেকের উপরে চা পাতা নামিয়ে ফেলেছিল দুস্কৃতীরা। পুলিশ হানা দিয়ে চা পাতা-সহ লরিটি উদ্ধার করে নিয়ে আসে থানায়। এব্যাপারে সাত জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

Sachin Makkar | newsfront.co
শচীন মক্কার, পুলিশ সুপার, ইসলামপুর পুলিশ জেলা।নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ রমরমিয়ে চলা ভেজাল সরষের তেলের ব্যবসা রুখতে অবশেষে পুলিশের অভিযান

পুলিশের প্রাথমিক অনুমান এই ঘটনার সাথে লরির চালকও জড়িত থাকতে পারে। ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here