বিশ্বজিৎ সরকার,দার্জিলিংঃ
রবিবার গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ির মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়ার শৈলানিজোত এলাকায় দয়াল বিশ্বাস নামে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি অভিযান চালায় ফাঁসিদেওয়া থানার পুলিশ।এরপর সেখান থেকে তিন হাজার বোতল বেআইনী মদ ও কুড়ি লিটার স্পিরিট উদ্ধার করে পুলিশ। এবং দুই লিটার নকল মদ তৈরির রঙ সহ মদের বোতলের প্লাস্টিক ক্যাপ ও উদ্ধার হয়েছে।এই ঘটনায় গ্রেফতার করা আটজনকে।ধৃতদের নাম সদানন্দ বসাক,সুধীর কুমার, কৃষ্ণ বসাক,রাজু বসাক,বিমল লাল বসাক,পাপ্পু বসাক,পান্ডব বসাক ও কপিল বসাক। ধৃত আটজনই বিহারের বাসিন্দা।পুলিশ সূত্রে জানা গিয়েছে যে উদ্ধার হওয়া মদ বিহারে পাচারের উদ্দেশ্যে মজুত করে রাখা হয়েছিল।অপরদিকে উদ্ধার হওয়া অবৈধ মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লক্ষ টাকা। যদিও এই ঘটনায় ওই বাড়ির মালিক দয়াল বিশ্বাসের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।গোটা ঘটনার তদন্তে নেমেছে ফাঁসিদেওয়া থানার পুলিশ।
আরও পড়ুন: অপহৃত নাবালিকার আত্মসমর্পণ থানায়
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584