মনিরুল হক, কোচবিহারঃ
আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে পাচারকারীদের খপ্পরে পড়ে নিষিদ্ধ পল্লিতে চলে যাওয়া এক নাবালিকাকে উদ্ধার করল পুলিশ। সম্প্রতি কোচবিহারের চ্যাংরাবান্ধা নিষিদ্ধ পল্লী থেকে ওই নাবালিকাকে উদ্ধার করে মেখলিগঞ্জ থানার পুলিশ।

মেখলিগঞ্জ থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই নাবালিকার বাড়ি অসমের গোঁসাইগাঁও এলাকায়। ৪ সেপ্টেম্বর সে বাড়ি থেকে চ্যাংরাবান্ধায় এক আত্মীয়র বাড়িতে আসার জন্য রওনা হয়। চ্যাংরাবান্ধায় পৌঁছে ওই নাবালিকা পাচারকারীদের পাল্লায় পড়ে। এরপর তাঁকে নিয়ে যাওয়া হয় চ্যাংরাবান্ধা নিষিদ্ধ পল্লী এলাকায়।
আরও পড়ুনঃ নিষিদ্ধ বাজি, এলপিজি সিলিন্ডার উদ্ধার বহরমপুরে, ধৃত ১
কিন্তু গোপন সূত্রে পুলিশ ওই ঘটনার খবর পেয়ে অভিযানে নামে। এরপর ৬ সেপ্টেম্বর পুলিশ ওই নাবালিকাকে উদ্ধার করে। তবে পুলিশের তৎপরতার জন্য ওই নাবালিকার সাথে ধর্ষণ বা শ্লীলতাহানির কোন ঘটনা ঘটে নি বলে জানা গিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584