নিজস্ব সংবাদদাতা,মালদহঃ
নিখোঁজ ব্যাক্তির পচা-গলা দেহ নদী থেকে উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। বৃহস্পতিবার সকালে পুরাতন মালদার নবাবগঞ্জ এলাকায় মহানন্দার ঘাট থেকে পুলিশ দেহটি উদ্ধার করে৷পরিবার ও পুলিশ সুত্রে জানা গিয়েছে,মৃত ব্যক্তির নাম জুলকার আলি (৩৯)৷
বাড়ি ইংরেজবাজার থানার নরহাট্টায়৷তিনি ভিনরাজ্যে শ্রমিকের কাজ করেন৷পরিবার সূত্রে জানা গিয়েছে,গত মঙ্গলবার ভোট দিয়ে বাড়ি থেকে বেরোয় জুলকার আলি৷তারপর আর তিনি বাড়ি ফেরেননি৷বুধবার পরিবারের লোকজন ইংরেজবাজার থানায় নিখোঁজ ডায়েরি করেন৷বৃহস্পতিবার সকালে মহানন্দা নদীর ঘাটে জুলকার আলির পচা-গলা দেহ ভেসে থাকতে দেখে স্থানীয়রা।পরিবার সহ স্থানীয় বাসিন্দাদের অনুমান, কেউ বা কারা জুলকার আলিকে মেরে নদীতে ফেলে দিয়েছে৷মৃতের স্ত্রী নুরেজা বিবি জানান, “ক্ষত-বিক্ষত শরীর দেখে মনে হচ্ছে স্বামীকে খুন করা হয়েছে৷তিন ছেলেমেয়ে নিয়ে আমি কীভাবে সংসার চালাব?স্বামীর হত্যাকারীদের শাস্তি চাই৷”
আরও পড়ুনঃ সাত মাস পর নিখোঁজ নাবালিকার কঙ্কাল উদ্ধার
মালদহ থানার পুলিশ জানিয়েছে, মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে৷ এই ঘটনায় আপাতত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে৷
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584