কোয়াটার থেকে উদ্ধার পুলিশ অফিসারের ঝুলন্ত দেহ

0
421

মনিরুল হক, কোচবিহারঃ

নিজের কোয়ার্টার থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হল এক পুলিশ অফিসারের।ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার মাথাভাঙ্গা ২নং ব্লকের ঘোকসাডাঙায়। ওই ঘটনার খবর পেয়ে ঘোকসাডাঙা থানার ওসি মহিম অধিকারী, বিডিও রজত রঞ্জন দাস সহ আরও অনেকে ঘটনাস্থলে ছুটে যান। সেই কোয়ার্টার থেকে ওই পুলিশ অফিসারের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠান।ওই পুলিশ কর্মীর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ায়।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

দিলীপ দাস।ফাইল চিত্র

পুলিশ সুত্রে জানা যায়,মৃত ওই পুলিশ অফিসারের নাম দিলীপ দাস (৪২)।তাঁর বাড়ি আলিপুরদুয়ার। বর্তমানে তিনি ঘোকসাডাঙা থানার এএসআই পদে কর্মরত ছিলেন।সেখানেই তিনি একটি কোয়ার্টারে থাকতেন।জানা গিয়েছে,বৃহস্পতিবার সকালে তাঁর সহ কর্মীরা ফোন করছিল।কিন্তু সেই ফোন রিং করেই যাচ্ছে।পরে তাঁকে ফোনে না পেয়ে তাঁর কোয়ার্টারে গিয়ে দেখে তাঁর দেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে থানায় খবর দেওয়া হলে থানার ওসি, ব্লকের বিডিও ঘটনাস্থলে পৌঁছান। পরে তাঁর পরিবারকে খবর দেওয়া হয় এবং পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান হয়। পরিবার সুত্রে জানা গিয়েছে,দিলীপবাবু বেশ কিছুদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিল।তাঁর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।ওই ঘটনার তদন্ত শুরু করেছে ঘোকসাডাঙা থানার পুলিশ।প্রসঙ্গত,এবছরেই পথ দুর্ঘটনায় এবং হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় ঘোকসাডাঙা থানায় কর্মরত দুই পুলিশ অফিসারের। তারপর আজ ওই পুলিশ অফিসারের নিজের কোয়ার্টার থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়।

আরো পড়ুনঃ বিজেপি’র হয়ে জিতে তৃণমূলকে সর্মথন করায় আক্রান্ত

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here