নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
বিরলতম প্রজাতির বন্যপ্রাণী চাইনিজ ফ্যারাট ব্যাজারের দেখে মিলেছে আলিপুরদুয়ারের জটেশ্বরের আলিনগর এলাকায়।
সোমবার বেলা এগারোটার পর, একসঙ্গে তিনটি ওই অদ্ভুত দর্শন বন্যপ্রাণীকে পথের ধারে বৃষ্টিতে ভিজে কাবু হতে দেখে উদ্ধার করেন এক স্থানীয় বাসিন্দা। জটেশ্বর আলীনগর এলাকায় নাম অজনা প্রাণী উদ্ধার করার চাঞ্চল্য ছড়াল এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকাল সাড়ে এগারো টা নাগাদ জটেশ্বর আলীনগর এলাকায় রাস্তার পাশে জঙ্গলে এক স্থানীয় বাসিন্দা ওই প্রাণী টিকে পরে থাকতে দেখেন।
তিনি সামনে গিয়ে দেখে প্রাণীটি অসুস্থ অবস্থায় পড়ে আছেন তৎক্ষণাৎ প্রাণীটি উদ্ধার করে এবং ওই রাস্তার পাশে আরো দুটি প্রাণী উদ্ধার করেন গ্রামবাসী। আর এই খবর চাউর হতেই প্রচুর মানুষ ওই প্রাণীটিকে দেখার জন্য ভিড় জমায়।
জঙ্গল ছেড়ে একেবারে লোকালয়ে ওই বন্যপ্রাণীরা কিভাবে চলে এল তা নিয়ে রীতিমত অবাক বনদপ্তর।
আরও পড়ুনঃ ব্যাঙডুবিতে বন দফতরের পাতা ফাঁদে খাঁচাবন্দী চিতাবাঘ
আপাতত উদ্ধারের পর ওই তিন বিরল দর্শন বন্যপ্রাণীকে জলপাইগুড়ি বনবিভাগের দলগাঁও রেঞ্জের হাতে তুলে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584