বিরল প্রজাতির বাজপাখি উদ্ধার

0
777

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

Rescued Rare species of hawk
নিজস্ব চিত্র

ঘাটালে উদ্ধার বিরল প্রজাতির বাজ পাখির বাচ্চা উদ্ধার।

Rescued Rare species of hawk
উদ্ধার হওয়া বাজপাখি।নিজস্ব চিত্র

জানা গেছে, ঘাটাল কুশপাতায় মন্ডল বাড়ি থেকে উদ্ধার হল এক ভারতীয় বাজ পাখি।গতকাল মন্ডল বাড়ির ছেলে বাজ পাখিটি ধরে বাড়িতে নিয়ে আসে।পরে বাড়ির লোকেরা পাখিটি বনদপ্তরের হাতে তুলে দিতে বলে ঐ যুবককে।আজ সকালে ঘাটালের বনদপ্তরে খবর দিলে বনদপ্তরের এক আধিকারিক তার বাড়ি গিয়ে পাখিটি নিয়ে আসে।

আরও পড়ুনঃ খড়্গপুর থেকে প্যাঙ্গোলিন উদ্ধার

Rescued Rare species of hawk 3
নিজস্ব চিত্র

পাখিটির বয়স আনুমানিক ২৫ দিন হবে।এখন ওজন প্রায় ৩০৯ গ্রাম। পুর্ণবয়স্ক পাখিটির ওজন হবে প্রায় ২ কেজি আয়তন হবে প্রায় ৪ ফুট। পাখিটি এখন ঘাটালে আছে এরপর ঘাটাল বনদপ্তরের তরফ থেকে খড়গপুর রেঞ্জ অফিসে পাঠানো হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here