বিশ্বজিৎ সরকার,দার্জিলিংঃ
মঙ্গলবার গোপন সূত্রের খবরের ভত্তিতে অভিযানে নাম ঘোষপুকুর বনবিভাগের কর্মীরা। এরপর ঘোষপুকুর থেকে রীতিমতো ধাওয়া করে পশ্চিম মাদাতি টোলগেটের কাছে ওই কাঠ বোঝাই লরিটিকে বন কর্মীরা আটক করে।
অপরদিকে টোল গেট কর্তৃপক্ষ জানায় যে টোলগেটের ৫০০ মিটারের মধ্যে বনকর্মীরা কোন গাড়ি আটকাতে পারবেন না।
এরপরেই শুরু হয় টোলগেট কর্তৃপক্ষ ও বনকর্মীদের মধ্যে বচসা। একপ্রকার ধস্তাধস্তিও হয়। এর জেরে দুই জন বন কর্মী আহত হয়েছেন বলে দাবি বন দফতরের। যদিও ওই সময় গাড়িটির চালক পালিয়ে যেতে সক্ষম হন। তবে গাড়িটিকে উদ্ধার করে বনকর্মীরা।
এর পাশাপাশি বনদপ্তর সূত্রে জানা গিয়েছে যে, গাড়িটি নাগল্যান্ড থেকে কলকাতায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। উদ্ধার হওয়া কাঠের আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি টাকা। যদিও এই বিষয়ে ঘোষপুকুর বনবিভাগের রেঞ্জার এস শেরপা বলেন যে এই বিষয়ে আমি কিছু বলতে পারবো না।
আরও পড়ুনঃ অবৈধ ভাবে গাছ কাটার অভিযোগ উপপ্রধানের বিরুদ্ধে
যা কিছু বলার আমার উর্ধতন কর্তৃপক্ষ বলবেন। অপরদিকে গোটা ঘটনার ইতিমধ্যেই বনকর্মীরা পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584