বিশ্বজিৎ সরকার,দার্জিলিংঃ
রবিবার রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে ঘোষপুকুর বনবিভাগের কর্মীরা শিলিগুড়ির মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের ঘোষপুকুর এলাকায় অভিযান চালায়। এরপর একটি চোদ্দচাকার লরি আটক করে।এরপর তল্লাশি চালিয়ে উদ্ধার হয় বিপুল পরিমান সেগুন কাঠ।
কাঠ পাচারে জড়িত থাকার অভিযোগে এক ব্যাক্তিকে আটক করেন।
বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, যে উদ্ধার হওয়া কাঠের আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি টাকা।কাঠগুলো বার্মা থেকে কলকাতা পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।
এই বিষয়ে ঘোষপুকুর বন দফতরের রেঞ্জার সোনম ভূটিয়া জানিয়েছেন,সম্প্রতি তারা একাধিক কাঠের গাড়ি ধরেছেন।ওই সূত্র ধরেই এদিন ওই এলাকায় চেকিং বসানো হয়।আর তাতেই পাচার হওয়ার আগেই বহুমূল্য কাঠ উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুনঃ শিলিগুড়িতে উদ্ধার চোরাই কাঠ,ধৃত ২
তিনি আরও জানান,ঘটনায় অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হবে।প্রয়োজনে তাকে গ্রেফতারও করা হতে পারে। এরপর তাকে শিলিগুড়ি এসিজেএম কোর্টে পাঠানো হতে পারে।তবে উর্ধতন কতৃপক্ষের নির্দেশ অনুযায়ী এই চক্রের মূল পান্ডাকে গ্রেফতার করে বন ধ্বংস করা রুখতে তারা চেষ্টা চালাচ্ছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584