মনিরুল হক, কোচবিহারঃ
চুরি যাওয়া বাইক উদ্ধার করল কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ।
গোপন সূত্রে খবর পেয়ে কোচবিহার কোতোয়ালি থানার আইসি সৌম্যজিৎ রায়ের নেতৃত্বে কোচবিহার ১ নং ব্লকের দেওয়ানহাট এলাকা থেকে ওই বাইকটি উদ্ধার করেন। যদিও অভিযুক্তরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে গেলে পুলিশ কাউকেই গ্রেপ্তার করতে পারেন নি।
পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার এক যুবকের বাইক চুরি হয় বলে অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগের ভিত্তিতে কোচবিহার কোতোয়ালি থানার আইসি সৌম্যজিৎ রায়ের নেতৃত্বে একটি টিম গঠন করে ওই চুরি যাওয়া ইয়ামাহা কোম্পানির ওই বাইকটিকে মঙ্গলবার দেওয়ানহাট থেকে উদ্ধার করা হয়েছে। কোচবিহার শহরের বিভিন্ন এলাকা থেকে বাইক চুরি যাওয়া পেছনে শহরে এক বড় কোনো চক্র জড়িত রয়েছেন তা খতিয়ে দেখছে পুলিশ।
এবিষয়ে কোচবিহার কোতোয়ালি থানার আই সি সৌম্যজিৎ রায় বলেন, চুরি যাওয়া বাইকটিকে চোরা পথে পাচার করার উদ্দেশ্য বর্ডারের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময় আমরা গোপন সূত্রে খবর পেয়ে ওই বাইক চোরকে ধরার চেষ্টা করি। কিন্তু ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় মূল অভিযুক্ত। অভিযুক্তকে চিহ্নিত করা হয়ে। দ্রুত তাকে গ্রেপ্তার করা হবে।
এবিষয়ে বাইকের মালিক লিটন পাল বলেন, গতকাল যখন শুনতে পেলাম আমার বাইক উদ্ধার হয়েছে। আমি এতটাই খুশি যে তা বলে বোঝানোর মত ভাষা আমার কাছে নেই। কারন আমি তো ওই বাইকের আশা এক রকম ছেড়ে দিয়েছিলাম।কোতোয়ালি থানার পুলিশ তথা আইসি সৌম্যজিৎ রায় স্যারকে বিশেষ ধন্যবাদ জানাই তিনি না হলে হয়তো বাইকটা পেতাম না। তবে ওই বাইক কবে পাব তা জানিনা।
শুনেছি কিছু নিয়ম কানুন আছে সেগুলি করার পর আমাকে বাইকটি দেবেন।
প্রসঙ্গত, গত সোমবার কোচবিহার শহরের হাজরা পাড়া এলাকার বাসিন্দা লিটন পাল তার বাইকটি নিয়ে তাঁর বন্ধুর বাড়িত দেশবন্ধু মার্কেটের সংলগ্ন এলাকায় যান। সেখানে বন্ধুর বাড়ির সামনে তিনি বাইকটি রেখে বাড়ির ভিতরে যান। বন্ধুর সাথে কথা বলে প্রায় ২০ মিনিট পর বাইরে বেরিয়ে এসে দেখেন তাঁর বাইকটি উধাও হয়ে গেছে। তারপর দীর্ঘ খোঁজাখুঁজি বাধ্য হয়ে কোতোয়ালি থানা দ্বারস্থ হন ওই যুবক। থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
আরও পড়ুনঃ গৃহবধূর অর্ধনগ্ন দেহ উদ্ধার, খুনের অভিযোগে ক্ষোভ স্থানীয়দের
অভিযোগ পেয়েই কোচবিহার কোতোয়ালি থানার আইসি সৌম্যজিৎ রায়ের নেতৃত্বে একটি টিম গঠন করে মঙ্গলবার গোপন সূত্রে খবর পেয়ে কোচবিহারের দেওয়ানহাট এলাকা থেকে ওই বাইকটি উদ্ধার করেন।
তবে বাইক চুরির ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই সেই বাইকটিকে উদ্ধার করে নজির গড়ল কোচবিহার জেলা পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584