বিশ্বজিৎ সরকার,দার্জিলিংঃ
বৃহস্পতিবার শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের বিভিন্ন এলাকায় ইলেকট্রিক সরঞ্জাম চুরি ঘটনা ঘটেই চলেছিল। যদিও চুরির ঘটনার কিনারা করতে তৎপর হয়ে। তবে কিছুতেই ধরা যাচ্ছি না চোরকে।চলতি মাসের ১৬ তারিখে যালাস নিজামতারা গ্রাম পঞ্চায়েত এলাকায় মুড়ির মিল থেকে প্রায় লক্ষাধিক টাকার ইলেকট্রনিক মোটর সহ বেশ কিছু সরঞ্জাম চুরি হয়। এরপরেই ওই মিলের তরফ থেকে ফাঁসিদেওয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে।তদন্তে নামে ফাঁসিদেওয়া থানার পুলিশ।
এরপরেই চুরির ঘটনার সঙ্গে জড়িত এক ব্যক্তির খোঁজ পায়।ধনঞ্জয় সিংহ নামে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালায় পুলিশ।এরপর তার বাড়ি থেকে উদ্ধার হয় ইলেকট্রনিক্স মোটর, এলসিডি, সিসিটিভি ক্যামেরা, এলইডি,কম্পিউটার ও ল্যাপটপ।
আরও পড়ুনঃ নারায়ণগড়ে বেসরকারি প্লাস্টিক কারখানায় শ্রমিক বিক্ষোভ
এরপরেই পুলিশ ধনঞ্জয় সিংহকে গ্রেফতার করে। ধৃতকে এদিন শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়।
এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করে দেখছে ফাঁসিদেওয়া থানার পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584