মনিরুল হক, কোচবিহারঃ

৮টি সোলার প্লেট চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য দিনহাটার সাবেক ছিটমহল এলাকায়। ঘটনাটি ঘটে শনিবার গভীর রাতে দিনহাটার বাত্রিগাছ ছিটমহলে। ওই ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে দিনহাটা থানার পুলিশ।

জানা গেছে, এদিন কিছু অজ্ঞাত পরিচয় ব্যক্তি প্লেট গুলি চুরি করে নিয়ে যায়। সেইসময় ডিউটি থেকে ফেরার পথে এক সিভিক ভলেন্টিয়ার তাদের দেখে ফেলে। এরপর সেই সিভিক ওই ব্যক্তিদের জিজ্ঞাসা করতে গেলে তাদের কথায় অসঙ্গতি লক্ষ্য করেন তিনি। পরে স্থানীয় মানুষেরা জিজ্ঞাসবাদ করেন ওই তিন ব্যক্তিকে। সাধারন মানুষের চাপে পরেই তারা সব সত্য ঘটনা স্বীকার করে নেন বলে দাবী স্থানীয় মানুষের। এরপর উদ্ধার হয় সমস্ত প্লেটগুলি। পরে ওই তিন ব্যক্তিকে দিনহাটা থানায় নিয়ে আসা হয়।
আরও পড়ুনঃ খড়িবাড়িতে উদ্ধার ব্রাউন সুগার, গ্রেফতার ২
স্থানীয় বাসিন্দা মিঠুন ব্যাপারী জানান, ৩ ব্যক্তি প্লেট গুলি চুরি করে নিয়ে যাচ্ছিল। সেই সময় একজন সিভিক তাদের দেখে ফেলে, এরপর তাদের কাছ থেকে আমরা ৮টি প্লেট উদ্ধার করি। আমরা সেই প্লেট গুলি উদ্ধার করে তাদের পুলিশের হাতে তুলে দিয়েছি। পুলিশ বিষয়টির তদন্ত শুরু করেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584