মনিরুল হক,কোচবিহারঃ

এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে।যদিও মৃত ওই ব্যক্তির নাম ও পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি কিন্তু ঘটনার জেরে ক্ষোভ ছড়িয়েছে হাসপাতালের অন্যান্য রোগীর পরিবারের মধ্যে।
জানা গিয়েছে,এদিন সকাল থেকে হাসপাতাল চত্বরের বিশ্রামাগারে ওই ব্যক্তির মৃতদেহ পরে থাকতে দেখা যায়।অন্যান্য রোগীদের পরিবারের অভিযোগ,ওই মৃতদেহ থেকে দুর্গন্ধ আশায় কেউ সেখানে থাকতে পারছেন না কিন্তু সকাল থেকে দুপুর গরিয়ে গেলেও হাসপাতাল কর্তৃপক্ষের তরফে এখনও দেহটি অন্যত্র সরানোর কোনরকম ব্যবস্থা করা হয়নি।
হাসপাতালে কর্মরত এক কর্মী জানান, “প্রায় ৩-৪ মাস ধরে ওই ব্যক্তি হাসপাতাল চত্বরেই ছিল। হাসপাতলে আশা অন্যান্য রোগীর আত্মীয়রা তাকে মাঝে মধ্যে খেতে দিত। তাঁর কথায়, গতকাল সকাল থেকেই ওই ব্যক্তি ওখানে পড়ে রয়েছে, হয়তো রাতেই মৃত্যু হয়েছে তাঁর।”
আরও পড়ুনঃ অজ্ঞাত পরিচয় ব্যক্তির বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার
যদিও এই বিষয়ে গভর্মেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের এমএসভিপি বলেন, “আমার কাছে এখনো কেউ অভিযোগ জানায়নি।আমি এখনই বিষয়টি শুনলাম।খুব দ্রুত দেহটি সরিয়ে জায়গাটি পরিষ্কার করে দেওয়া হবে।” তিনি আরও বলেন,“হাসপাতালে অনেকেই থাকে, তাই সব সময় বোঝা সম্ভব হয় না কে ভবঘুরে আর কেইবা রোগীর আত্মীয়।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584