হরষিত সিংহ,মালদহঃ
লিঙ্ক না থাকায় প্রায় চার দিন ধরে বন্ধ হয়ে পড়েছে মালদা টাউন স্টেশনের দ্বিতীয় সংরক্ষিত টিকিট কাউন্টারের পরিষেবা। ইংরেজবাজার শহরের অতুল চন্দ্র মার্কেটের দ্বিতীয় তলায় রয়েছে এই কাউন্টারটি। সমস্যায় পড়েছেন জেলার বিভিন্ন প্রান্তের রেল যাত্রীরা। অপরদিকে ভিড় বাড়ছে মালদা টাউন স্টেশনের সংরক্ষিত টিকিট কাউন্টারে।
রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় রেল মন্ত্রী থাকাকালীন ২০০১ সালে ইংরেজবাজার শহরের অতুলচন্দ্র মার্কেটে রেলের সংরক্ষিত টিকিট কাউন্টারটির সূচনা করেন। ফলে অনেক চাপ কমে মালদা টাউন স্টেশনের সংরক্ষিত কাউন্টারে। দ্বিতীয় কাউন্টারটি চালু হওয়ায় সুবিধা হয় জেলার রেল যাত্রীদের। প্রতিদিন সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই কাউন্টার থেকে টিকট দেওয়া হয়। কিন্তু গত শনিবা থেকে লিঙ্ক না থাকায় দ্বিতীয় কাউন্টারের পরিষেবা বন্ধ হয়ে পড়েছে। প্রতিদিন জেলার বিভিন্ন প্রান্ত থেকে রেল যাত্রীরা টিকিট কাটতে এসে ঘুরে যাচ্ছেন। ভিড় বাড়ছে টাউন স্টেশনের এক নম্বর কাউন্টারে। তবে প্রায় চার দিন কেটে গেলেও পরিষেবা ঠিক কবে স্বাভাবিক হবে তা জানা নেয় দ্বিতীয় কাউন্টারের দায়িত্বে থাকা রেল কর্মীদের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584