‘দিদিকে বলো’-তে ফোন করে চাকরি শিলিগুড়ির শুভঙ্করের

0
140

নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়িঃ

‘দিদিকে বলো’-তে ফোন করে সরকারি চাকরি পেল শিলিগুড়ির চম্পাসারির বাসিন্দা শুভঙ্কর সরকার। জানা গিয়েছে যে শুভঙ্করের বাবা সুধাংশু সরকার জলদাপাড়া ট্যুরিজম বিভাগে চাকরি করতেন। তার ২০১৫ সালে তার আচমকা মৃত্যু হয়। এরপর বাবার মৃত্যুর পর শুভঙ্কর চাকরির জন্য আবেদন করেন। এরপর বেশ কিছুদিন হয়ে গেলেও চাকরি পাননি। বেশ কিছু জটিলতার কারণে আটককে ছিল চাকরি। অবশেষে ‘দিদিকে বলো’-তে ফোন করে শুভঙ্কর।

নিয়োগপত্র প্রদান। নিজস্ব চিত্র

এই বিষয়ে রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব বলেন শুভঙ্কর সরকার ২০১৯ এ ‘দিদিকে বলো’-তে ফোন করে তার সমস্যার কথা জানায়। এই সমস্যার কথা শোনেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এরপর তার চাকরির ব্যবস্থা করে। এদিন মৈনাক ট্যুরিস্ট লজে মুখ্যমন্ত্রীর দ্বারা পাঠানো চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয় তার হাতে। অপরদিকে চাকরি পেয়ে খুবই খুশি শুভঙ্কর সরকার।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here