রিচা দত্ত,মুর্শিদাবাদঃ
দীর্ঘদিন ধরেই ওরা আছেন এখানে।কারোর সাথে পরিবারের সম্পর্ক পুরোপুরি বিচ্ছিন্ন কারোর সাথে টিকে আছে সম্পর্কের ক্ষীন সুতো, ওদের ঠিকানা তাই বহরমপুর মানসিক হাসপাতাল।
এতোদিন এই নাগরিকদের অধিকারের প্রশ্ন ছিল উপেক্ষিতই।লোকসভা নির্বাচনের প্রাক্কালে জেলা শাসক ডঃ পি উলাগানাথনের উদ্যোগে এই প্রথম বহরমপুর মানসিক হাসপাতালের আবাসিকদের ভোটার তালিকায় নাম নথিভুক্ত করার ব্যবস্থা করা হয়।দেওয়া হয় নাগরিক পরিচয়পত্র ভোটার কার্ডও।শুধু তাই নয় ভোটার সচেতনতার কর্মসূচীও নেওয়া জেলা নির্বাচন কমিশনের উদ্যোগে।
আজ চতুর্থ দফার সাধারণ নির্বাচনে মানসিক হাসপাতালের সেই আবাসিকরাই তাদের ভোটাধিকার প্রয়োগ করলেন।
আরও পড়ুনঃ বাবুলের গাড়ি আটকে বিক্ষোভ
ভোটদান উপলক্ষে তাদের উৎসাহ এবং খুশি গণতন্ত্রের উৎসবকে রঙিন করে তুলল।ভোট দিয়ে সন্তু বসাক,পূর্বে বিহারের বাসিন্দা বর্তমানে এই হাসপাতালের আবাসিক মিনু দেবীরা খুশি।জেলা নির্বাচন আধিকারিকের এই মহতী উদ্যোগ পূর্ণতা দিল উপেক্ষিত এই নাগরিকদের অধিকার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584