পাকা রাস্তা নির্মাণে খুশি এলাকাবাসী

0
336

নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ

Residents  are happy due to concrete road
নিজস্ব চিত্র

রাজ‍্য সরকারের বাংলা গ্ৰাম সড়ক যোজনা এর পক্ষ থেকে আলিপুরদুয়ার জেলার দলসিংপাড়া চা বাগানের বনিয়ালাইন হইতে রণবাহাদুরবস্তি হয়ে মহুয়া চা বাগান অবধি প্রায় ৭ কিমি রাস্তা পাকা নির্মাণ করা হয়েছে।সম্প্রতি রাস্তা কাজটি সমাপ্ত হয়েছে।

Residents  are happy due to concrete road
নিজস্ব চিত্র

এই সড়কটি নির্মিত হবার ফলে খুশি দলসিংপাড়া চা বাগান,রণবাহাদুরবস্তি ও মহুয়া চা বাগানের বাসিন্দা সহ দলসিংপাড়া ও মহুয়া চা বাগানের শ্রমিকরা।বর্তমান রাজ‍্য সরকার বনবস্তি ও চা বাগানের এলাকার উন্নয়ণের জন‍্য বিশেষ নজর দিয়েছে।

আরও পড়ুনঃ চার ছাত্রছাত্রীর বিরল কৃতিত্বে গর্বিত জেলা

Residents are happy due to concrete road
স্থানীয় বাসিন্দা । নিজস্ব চিত্র

এলাকার বাসিন্দাদের যোগাযোগের একমাত্র পথ এই সড়কটি দীর্ঘদিন থেকে ছিল কাঁচা।এই কাঁচা সড়ক দিয়ে রোজ এলাকার বাসিন্দা,চা বাগানের শ্রমিকদের ও ছাত্রছাত্রীদের প্রতিনিয়ত যাতায়াত করত এবং সড়কটি কাঁচা হবার ফলে এতকাল বহু সমস‍্যায় পড়তে হত তাদের।এখন সড়কটি পাকা নির্মাণ হবার ফলে খুশি সকলেই।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here