নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
‘নো রোড,নো ভোট’ পোস্টার লাগিয়ে ভোট বয়কট করার হুঁশিয়ারি বাসিন্দাদের। ঘটনাটি আলিপুরদুয়ারের ফালাকাটার ১৩/২০৭ নং পার্টের।জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে ফালাকাটা বাবুপাড়ার ১৩/২০৭ নং পার্টের বাসিন্দারা বেহাল রাস্তার সমস্যায় ভুগছেন।
দিন হোক কিংবা রাতে সমস্যা আরো বেশি হয় বিশেষ করে কোন রোগীকে হাসপাতালে পাঠানোর দরকার হলে কারণ রাস্তাটি চওড়া না হওয়ায় অ্যাম্বুলেন্স ঢোকে না ওই এলাকায়। এছাড়াও সমস্যায় পড়ছেন স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরাও।
আরও পড়ুনঃ ব্যাট হাতে বহরমপুরে অন্য মুডে দিলীপ ঘোষ
ওই এলাকার বাসিন্দা দোলা দাস জানান , “দীর্ঘদিন ধরে রাস্তা খারাপ থাকার ফলে যাতায়াতে আমাদের চরম সমস্যায় পড়তে হচ্ছে। বিশেষ করে এলাকায় কোন বড় ধরণের দুর্ঘটনা হলে কোন গাড়ি প্রবেশ করতে পারে না,কারণ রাস্তা প্রশস্ত নয় । আমরা বারবার প্রশাসনকে জানিয়েও কোনও লাভ হয়নি”৷
আরও পড়ুনঃ ২৬ শের ধর্মঘটে শামিল এবার গৃহ পরিচারিকারাও
ওই এলাকার আর এক বাসিন্দা প্রবীর দে জানান,” দীর্ঘদিনের বেহাল রাস্তার কারণে যাতায়াতে অসুবিধার সৃষ্টি হচ্ছে সকলের। স্থানীয় বহু লোকজন এই রাস্তা ব্যবহার করেন। রাস্তার এমন খারাপ অবস্থা থাকার জন্য তাঁদের সমস্যায় পড়তে হয় রোজই ৷এমনই জানিয়েছেন তিনি।
আরও পড়ুনঃ কান্দিতে অফিসে ঢুকতে বাধা মহকুমা শাসককে
তবে এই বিষয়ে বারবার জানানো সত্ত্বেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি প্রশাসনের তরফ থেকে। তাই আমার বাধ্য হয়ে আমাদের পাড়ায় ‘নো রোড, নো ভোট’ পোস্টের লাগালাম। এর পর যদি বর্তমান পরিস্থিতি সমাধান না হয় তাহলে আগামী বিধানসভা ভোটে আমরা অংশ গ্রহণ করবো না।”উক্ত বিষয়ে ওই এলাকার পঞ্চায়েত ইলা দাস বলেন,”রাস্তা খারাপের বিষয়টা জানি। খুব দ্রুত এই সমস্যার সমাধান করা হবে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584