পিয়া গুপ্তা, উত্তর দিনাজপুরঃ
নিজের শ্বশুর বাড়িতে স্ত্রীর সাথে দেখা করতে এসে বন্ধুর স্ত্রীর সাথে আপত্তিকর অবস্থায় আটক হল জামাই।
এই ঘটনাকে ঘিরে ব্যপক উত্তেজনা ছড়াল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের মোস্তাফানগর পঞ্চায়েতের পূর্ব পাল পাড়া এলাকায়। আটক জামাই ও গ্রামের বধূকে গাছের সাথে বেঁধে রাখে গ্রামের মানুষ। এই সংবাদ পেয়ে পুলিশ পৌছে এই দুইজনকে বাঁধন মুক্ত করে হেপাজতে নেয়। নিজ শ্বশুর বাড়িতে বেড়াতে আসা জামাইয়ের এমন পরকীয়া প্রেম কাহিনী প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয় এলাকায়। এদিকে পরকীয়ায় মত দুই সন্তানের জননী গ্রামের বধূর দাবি আমি সন্ন্যাসীকে ভালোবাসি। তার সাথে সংসার করতে চাই। তাই এদিন নিজের কাছে ডেকেছি।
১১ বছর আগে বিয়ে হলেও তার স্বামী তার সাথে থাকে না। সংসারের খরচ কিংবা তার দুই ছেলের কোন খোঁজ নেয়না বলে জানান পরকীয়ায় যুক্ত বধূ।
অন্যদিকে পরকীয়ায় যুক্ত জামাই নিমাই সন্ন্যাসী, তাকে সকলে সন্ন্যাসী বলেই পরিচিত। নিজেকে কলকাতার বাসিন্দা বলে পরিচয় দেওয়া এই সন্ন্যাসী এদিন বলেন আমাকে সে ভালোবাসে আমার তাকে ভালো লাগে।তাই বিয়ে করে সংসার বাঁধতে চাই।
তাহলে আগের স্ত্রী ও সন্তানদের কি হবে। সে প্রশ্নের উত্তরে সন্ন্যাসীর দাবি স্ত্রী সাথে গত এক বছর হল সম্পর্ক প্রায় ছিন্ন হয়েছে।তাকে ছেড়ে তাই একে নিয়ে ঘর বাঁধতে চাই।বেড়াতে এসে জামাইয়ের এমন পরকীয়ার পর্দা ফাঁসে রীতিমতো অশান্তিতে তার স্ত্রী ও শ্বশুর বাড়ির লোকেরা।
আরও পড়ুনঃ মাকে বাঁচাতে ভাইকে খুনের অভিযোগে ধৃত পুলিশ কনস্টেবল
এদিন সন্ন্যাসী জানায় দিল্লিতে তার সাথেই কাজ করে এই গ্রামের যুবক।সেই যুবক তার স্ত্রীর সাথে কথা বলতে ব্যবহার করতো সন্ন্যাসীর মোবাইল। এই মোবাইল সুত্রে সম্পর্ক গড়ে উঠেছিল দিল্লিতে কর্মসূত্রে থাকা শ্বশুর বাড়ির এলাকার বধূর পত্নীর সাথে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584