‘কৃষ্ণচূড়া শহর’ থেকে উধাও রক্তিম শোভা, গাছ ফেরানোর দাবি স্থানীয়দের

0
243

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

শহর থেকে উধাও কৃষ্ণচূড়া। হারিয়ে গেছে তার শীতল ছায়া। সেই কারনেই মাত্রাছাড়া উষ্ণতায় হাঁসফাঁস করছে কৃষ্ণচূড়ার শহর আলিপুরদুয়ারের পথচারিরা।

krishnachura | newsfront.co
নিজস্ব চিত্র

কিন্তু এমনটা এই শহরে হওয়ার কথা ছিল না বলছেন শহরের প্রবীনরা।

আলিপুরদুয়ার শহরের প্রবীন নাগরিক রমেন দে বলেন, “ এর জন্য দায়ি আমরা নিজেরা। একসময় বি এফ রোডের দুই ধারে কৃষ্ণচূড়া, মেহগনি ও রেইন ট্রী গাছের সমাহার ছিল। দোকানদাররা তাদের দোকানের সামনের গাছগুলো কিভাবে ধ্বংস করেছে তা আমরা নিজেরা দেখেছি। তার পর রাস্তা চওড়া করার সময় কিছু গাছ কাটা গেছে। ফলে যা হওয়ার তাই হল। আমরা ছোট বেলায় কৃষ্ণচূড়ার ফুল দিয়ে কাটাকাটি খেলতাম। এখন শৈশব ও কৈশরের কাছে সেগুলো স্বপ্ন ছাড়া আর কিছু নয়।”

krishnachura | newsfront.co
নিজস্ব চিত্র

আজ শহর থেকে হারিয়ে যাচ্ছে কৃষ্ণচূড়ার গাছের সংখ্যা। পরিস্তিতি এতটাই খারাপ যে এখন শুধু হাতে গোটা কয়েকটি কৃষ্ণচূড়া ও রাধাচূড়া গাছ আছে। এই অবস্থায় শহর জুড়ে যেমন নতুন করে শোভা বর্ধনকারি এই গাছ লাগানোর দাবি উঠেছে। তেমনি পুরানো গাছ গুলিও সংরক্ষণ করারও দাবি তুলেছেন ইতিহাস গবেষক থেকে পরিবেশপ্রেমীরা।

আরও পড়ুনঃ সিএলডব্লিউ বাঁচাও আন্দোলনে সংশয় বাসিন্দাদের

একসময় চৌপথি থেকে বি এফ রোড ধরে অসম গেট পর্যন্ত রাস্তার দুধারে শোভা পেতো অসংখ্য বিভিন্ন ধরনের গাছ। এর মধ্যে যেমন আছে বিভিন্ন ধরনের রেনট্রি তেমনি আছে কৃষ্ণচূড়া ও মেহগনি । বিশেষ করে কৃষ্ণচূড়া গাছের জন্য আলিপুরদুয়ারকে অনেকে কৃষ্ণচূড়ার শহর বলেও ডাকতেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here