সুদীপ পাল,বর্ধমানঃ
সমস্যার কথা শুনতে আসা বিধায়কের কাছে ক্ষোভ জানালেন বাসিন্দারা। পশ্চিম বর্ধমানের কুলটি লালবাজার ও বড়িরা গ্রামের বাসিন্দারা। কুলটির বিধায়ক উজ্জ্বল চট্টোপাধ্যায়ের কাছে সমস্যার কথা জানালে বিধায়ক দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিলেন।
উজ্জ্বলবাবু প্রথমে গিয়েছিলেন লালবাজার গ্রামে। সেখানে একটি কমিউনিটি সেন্টারে হাজির হয়েছিলেন এলাকার কিছু বাসিন্দারা। বেশ কিছু বিষয় নিয়ে তাঁরা ক্ষোভ প্রকাশ করেন। বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকার মূল রাস্তা ভেঙে গিয়েছে। সেটির কোনরকম মেরামতের ব্যবস্থা করা হয় না। নর্দমা পরিষ্কার হয় না, আবর্জনা সাফাই হয় না। তাতে দূষণ ছড়াচ্ছে এলাকায়।
উজ্জ্বলবাবু স্থানীয় বাসিন্দাদের আশ্বস্ত করেন এলাকার কাউন্সিলরের মাধ্যমে তিনি দ্রুত সমস্যা সমাধানের ব্যবস্থা করবেন। লালবাজার কর্মসূচি শেষ করে তিনি বড়িরা গ্রামে পৌঁছান। সেখানকার বাসিন্দারাও পানীয় জলের সমস্যা নিয়ে সরব হন।
তাঁদের অভিযোগ, প্রশাসনের দপ্তরে একাধিকবার গিয়েও পানীয়জল সংক্রান্ত সমস্যার সুরাহা হয়নি। আসানসোল পুরসভাকে পাইপলাইন বসানোর জন্য অনুরোধ করেছিলেন এলাকার বাসিন্দারা।
আরও পড়ুনঃ দূর্গম আদমা পাহাড়ী গ্রাম থেকে সমতলে এনে প্রাতিষ্ঠানিক প্রসবের উদ্যোগ
কিন্তু তাও হয়নি। শেষ পর্যন্ত প্রতি গ্রীষ্মে কয়েক কিলোমিটার দূর থেকে জল আনতে হয় তাঁদের। তার কারণ পুরসভার ট্যাঙ্কারে যে পরিমাণ জল পাঠানো হয় তা পর্যাপ্ত নয়। উজ্জ্বলবাবু আশ্বাস দেন পুরসভার কুলটি জল প্রকল্পের কাজ দ্রুত এগোচ্ছে। খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান হয়ে যাবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584